মুশফিকের দশম টেস্ট সেঞ্চুরি
মার্ক অ্যাডায়ারের বলটা স্লিপ ও কিপারের মাঝ দিয়ে বাউন্ডারিতে ঠেলে দিলেন মুশফিকুর রহিম। তারপর দুহাতে ব্যাট উঁচিয়ে ধরলেন তিনি। টেস্ট ক্রিকেটে দশম সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার। সাকিব আল হাসান সুযোগ হাতছাড়া করলেও মুশফিক কোন ভুল করলেন না।
১৩৫ বলে ১৩ চার, ১ ছক্কায় তিন অঙ্কের ঠিকানায় পৌঁছেন মুশফিক। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুশফিকের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে চলে গেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ২৬২ রান তুলে ফেলেছে বাংলাদেশ। ইতোমধ্যে লিড নিয়ে ফেলেছে ৪৮ রানের। টেস্টে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেঞ্চুরিতে রেকর্ড করলেন বাংলাদেশের তারকা। মুমিনুল হককে ছাড়িয়ে মিরপুরে সর্বোচ্চ চার সেঞ্চুরি এখন তার।
সকালে নেমে থিতু হতে খানিকটা সময় নিয়েছিলেন মুশফিক। প্রতিপক্ষের আলগা বোলিংয়ের সুযোগে ডানা মেলতেও অবশ্য বেশি সময় লাগেনি। সাকিবের সঙ্গে চনমনে জুটিতে দলের রান বাড়াতে থাকেন তিনি। নিজেও ছুটে চলেন বড় রানের দিকে।
সকালে নেমে তৃতীয় ওভারেই অ্যাডায়ারের বলে বোল্ড হয়ে গিয়েছিলেন মুমিনুল হক। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। চাপের সময়টা চোয়ালবদ্ধ দৃঢ়তায় আগলে রাখেন মুশফিক। আরেক প্রান্তে অবশ্য দ্রুত রান এনে চাপ বাড়তে দেননি সাকিব।
সাকিব চালিয়ে খেলতে থাকায় স্পেসটা পান মুশফিক। ৬৯ বলে মুশফিক স্পর্শ করেন ফিফটি। সাকিবের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ১৮৮ বলে ১৫৯ রানের জুটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সাকিব ৯৪ বলে ৮৭ করে তাতে বড় অবদান রাখলেও ৯৪ বলে ৬৮ তুলে নির্ভরতা যোগান বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার।
সাকিবের বিদায়ের পর লিটন দাসের সঙ্গেও জুটি জমে উঠেছে তার। জুটিতে এরমধ্যেই ৬৭ বলে এসে গেছে ৬৩ রান।
Comments