বাংলাদেশকে ১৩৮ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড 

Ebadat Hossain
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

আগের দিন বীরোচিত প্রতিরোধ গড়ে লড়াই জমানো আয়ারল্যান্ড শেষ দুই উইকেট নিয়ে আর খুব বেশি এগুতে পারল না। চতুর্থ দিনে তারা টিকতে পেরেছে ৩৬ মিনিট, খেলা হয়েছে ৯ ওভার। তাতে কেবল ৬ রান যোগ করেই গুটিয়ে গেছে তারা। 

শুক্রবার মিরপুরে একমাত্র টেস্টের চতুর্থ দিন সকাল বেলাতেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অল আউট হয়েছে আয়ারল্যান্ড। টেস্ট জিততে এখন ১৩৮ রান করতে হবে বাংলাদেশকে। 

স্পিনারদের বল সামলে নিচ্ছিলেন আইরিশ ব্যাটাররা। অ্যান্ডি ম্যাকব্রেইন আর গ্রাহাম হিউম মিলে সতর্ক শুরুর চিন্তায় ছিলেন। তবে সময় নিয়ে খেলতে গিয়ে এদিন আর লাভ হলো না।  দিনের পঞ্চম ওভারে আসে সাফল্য। ইবাদত হোসেনের ফুল লেন্থের ভেতরে ঢোকা বল বুঝতে না পেরে বোল্ড হয়ে যান ম্যাকব্রেইন। আগের দিন বিস্তর ভোগানো এই বাঁহাতি  ব্যাটার ১৫৬ বলে করেন ৭২ রান। খানিক পর ইবাদতই মুড়ে দেন ইনিংস। দিনের নবম ওভারে হিউমকেও উইকেটের পেছনে ক্যাচ বানান তিনি। 

তৃতীয় দিনটা আয়ারল্যান্ডের কেটেছিল স্বপ্নের মতো। ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন বিকেলে ১৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। তৃতীয় দিনে ইনিংস হারের শঙ্কায় ছিল প্রবল। তবে ৪ উইকেটে ২৭ থেকে পুরো দিনে আরও ২৫৯ রান যোগ করে আয়ারল্যান্ড। লোরকান টাকার করেন সেঞ্চুরি, ফিফটি আসে হ্যারি টেক্টর, ম্যাকব্রেইনের ব্যাটে। ৭ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়েও ১১৬ ওভার টিকে থেকে নজর কাড়ে টেস্ট ক্রিকেটে আঙিনায় নবাগত আইরিশরা। 
 

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

3h ago