'আমরা তো জানতাম বিপিএলে আন্তর্জাতিক নিয়মে খেলা হচ্ছে'
আসরটা হতে পারে ঘরোয়া, কিন্তু মানা হয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম। বিশ্বের সব দেশের ক্রিকেট বোর্ডই তা অনুসরণ করে আসছে। কিন্তু আগের দিন এলবিডাব্লিউর অদ্ভুত এক নিয়মের কথা জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা জেনে বিস্মিত ক্রিকেটাররাও।
মূলত ঘটনাটি ঘটে ফরচুন বরিশালের বিপক্ষে কুমিল্লা ভিক্টরিয়ান্সের ইনিংসের ১৪তম ওভারে। ইফতেখার আহমেদের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন জাকের আলী। মাঠের আম্পায়ার আঙুল তুললে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন তিনি। রিপ্লেতে পরিষ্কার দেখা যায় বল পিচ করেছিল লেগ সাইডের বাইরে। কিন্তু অবিশ্বাস্যভাবে আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ারও।
আইসিসির নিয়ম অনুযায়ী, পিচিং জোন দেখার প্রযুক্তিতে বলের ৫০ শতাংশের বেশি লেগ স্টাম্পের বাইরে পিচড করলে তা পিচড আউটসাইড লেগ হিসেবে গণ্য হয়। জাকের আলীর আউটের বেলায় বলের ৯৯ শতাংশই লেগ স্টাম্পের বাইরে ছিল। আইসিসির নিয়মে তাই কোনভাবেই আউট হন না জাকের।
এই বিতর্কের মধ্যে নতুন ব্যাখ্যা দেয় বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, বলের যেকোনো হালকা অংশও পিচিং জোনে থাকলে তা পিচড ইন লাইন হিসেবে গণ্য করা হবে। এই নিয়মের কারণেই মাঠের আম্পায়ারের দেওয়া জাকের আলীর আউট বহাল রাখেন টিভি আম্পায়ার।
অথচ বিপিএলের এমন অদ্ভুত নিয়মের কথা জানেন না কোচ খেলোয়াড় কেউই। ম্যাচ শেষেই সে আউট নিয়ে কুমিল্লা ভিক্টরিয়ান্স কোচ সালাহউদ্দিন বিস্ময় প্রকাশ করেছেন। যাদের পক্ষে এ সিদ্ধান্ত গিয়েছে সেই দলের খেলোয়াড় কাজী অনিকও দ্বিধায় ভুগছিলেন।
রোববার সিলেট স্ট্রাইকার্সের অনুশীলনের ফাঁকে সেই আউট ও নিয়ম নিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারেননি তাদের দলের খেলোয়াড় আকবর আলীও, 'দেখুন আমরা তো জানি আইসিসির রুলস অনুযায়ী খেলা চলছে। এখন এর বাইরে, ক্যাপ্টেন্স মিটিংয়ে এটা নিয়ে কোনো কথা হচ্ছে কি না, এগুলো আসলে আমাদের জানার কথাও না। তো আমরা জানতাম যে বিপিএলে আন্তর্জাতিক নিয়মে খেলা হচ্ছে। আমাকে প্রশ্ন করলে মনে হয় না আমি উত্তর দিতে পারব।'
Comments