সাকিব উইল কাম অ্যাজ অ্যা কিং অ্যান্ড পারফর্ম অ্যাজ অ্যা কিং: মাশরাফি

ছবি: ফিরোজ আহমেদ

সাকিব আল হাসান চলমান বিপিএলে আছেন ফর্মের তুঙ্গে। ব্যাটিং স্টান্সে পরিবর্তন এনে রানের ফুলঝুরি ছুটিয়ে যাচ্ছেন তিনি। ফরচুন বরিশালের অধিনায়ক রয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার চূড়ায়। তার এমন পারফরম্যান্স দেখে মোটেও অবাক হচ্ছেন না মাশরাফি বিন মর্তুজা। সিলেট স্ট্রাইকার্সের দলনেতার মতে, এটা প্রত্যাশিতই যে সাকিব রাজার মতো আসবেন এবং রাজার মতো পারফর্ম করবেন।

বিপিএলের পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে বরিশাল। সাত ম্যাচে পাঁচ জয়ে তাদের অর্জন ১০ পয়েন্ট। আসরের প্লে-অফে ওঠার দৌড়ে দলটির এমন শক্ত অবস্থানে থাকার অন্যতম কারিগর বাঁহাতি তারকা সাকিব। এখন পর্যন্ত ছয় ইনিংসে ব্যাট করে ৭৬ গড়ে তিনি করেছেন ৩০৪ রান। বিশেষ করে, তার স্ট্রাইক রেট চোখ কপালে তোলার মতো, দুইশ ছুঁইছুঁই (১৯২.৪০)। হাফসেঞ্চুরির স্বাদ তিনি পেয়েছেন তিনবার।

৩৫ পেরোনো সাকিব ক্যারিয়ারের এই পর্যায়ে এসে যে ব্যাটিং নৈপুণ্য দেখাচ্ছেন তা রীতিমতো বিস্ময়কর। কিছুদিন আগে নাজমুল আবেদিন ফাহিম তাকে নিয়ে মাতেন ভূয়সী প্রশংসায়। বরিশালের কোচের দৃষ্টিতে, ব্যাটিংয়ে সাকিব আছেন ক্যারিয়ারের চূড়ান্ত ফর্মে, 'টেকনিক্যাল বিষয় ও নিজে কিছুটা উদ্ভাবন করে, কিছুটা আমার সঙ্গে আলাপ করে হয়, আর কিছুটা আমরা অনুশীলন করি সেটার সঙ্গে। সে খুব স্মার্ট। ও নিজেই খুঁজতে থাকে কোথায় গেলে আরেকটু ভালো হওয়া যায়। আমার কেন জানি মনে হচ্ছে, আমি ওর ব্যাটিং যতদিন দেখেছি, ও বোধহয় ব্যাটিংয়ের (দিক থেকে নিজের ক্যারিয়ারের) চূড়ায় আছে। ওই বিশ্বকাপটার (২০১৯) কথা স্মরণ রেখেই আমি বলছি। ও এত সহজে ব্যাট করছে, এটা ভাবাই যায় না।'

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সাকিবের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন রাখা হয় মাশরাফির কাছে। জবাবে অভিজ্ঞ পেসার ও বাংলাদেশ জাতীয় দলের সফলতম অধিনায়ক জানান নিজের মুগ্ধতার কথা, 'ভারত সিরিজে শর্ট বলে একটু সংগ্রাম করছিল, মানে সম্প্রতিক অতীতে। সে এরপর (ব্যাটিং) স্টান্সটা কিছুটা চেঞ্জ করেছে। তাতে করে এখন সে উইকেটের চারপাশে শট খেলতে পারছে। এটা সাকিবের মতো খেলোয়াড়দের কাছ থেকে অবাক হওয়ার কিছু নয়। কারণ বিশ্বসেরা খেলোয়াড়রা নিজস্ব পথ খুঁজে নেয়। তারা নিজস্ব কায়দায় তাদের উপায় বের করে নেয়।'

মাশরাফি মনে করেন, ব্যাটিংয়ের বর্তমান উজ্জ্বল প্রদর্শনীকেও সাকিব ছাড়িয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না, 'সাকিব এর চেয়েও ভালো কিছু করলে অবাক হওয়ার কিছু নেই। সাকিবের কাছে আপনি আশা করেন যে (হি উইল কাম অ্যাজ অ্যা কিং অ্যান্ড পারফর্ম অ্যাজ অ্যা কিং) সে রাজার মতো আসবে এবং রাজার মতো পারফর্ম করবে।'

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ২০২৩ বিপিএলের সিলেট পর্ব। উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে আসরের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা স্বাগতিকরা। দুপুর দুইটায় মাশরাফির দল মোকাবিলা করবে রংপুর রাইডার্সকে। পরের ম্যাচে সন্ধ্যা সাতটায় সাকিবের বরিশাল খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago