মালিকের অভিযোগ কেবল বাংলাদেশের যানজট নিয়ে

ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের রাজধানী ঢাকার বড় সমস্যাগুলোর একটি হলো অসহনীয় ও তীব্র যানজট। দেশের অন্যান্য বড় শহরগুলোতে যানজট এখন প্রায় নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশের ঘরোয়া লিগে খেলতে এসে যানজটে আটকে পড়ার বাজে অভিজ্ঞতা অনেকবার হয়েছে শোয়েব মালিকেরও। আর এই যানজট নিয়েই তার যত অভিযোগ।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার রংপুর রাইডার্সের হয়ে খেলছেন অভিজ্ঞতায় ভরপুর মালিক। দলটির সাত ম্যাচের সবকটিতে মাঠে নেমেছেন তিনি। ঢাকা, চট্টগ্রাম ঘুরে বিপিএল এখন অনুষ্ঠিত হচ্ছে সিলেটে। সেখানেই গণমাধ্যমের কাছে ৪১ বছর ছুঁইছুঁই পাকিস্তানি তারকা জানান, বাংলাদেশের মানুষ, খাবার ও ক্রিকেট তার ভালো লাগে। একইসঙ্গে যানজট নিয়ে অভিযোগ করেন তিনি।

রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মালিক বলেন, 'বাংলাদেশের মানুষ আমি খুব ভালোবাসি। তারা খুবই সৌহার্দ্যপূর্ণ। তারা মাঠে আসে এবং দলকে মন থেকে সমর্থন করে। এখানকার খাবারও খুব ভালো লাগে আমার, মাছ খুব পছন্দ করি।'

২০২১ সালে শেষবার পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা মালিক যোগ করেন, 'এমনকি এই দেশের ক্রিকেটারও খুব ভালো। ওরা উন্নতি করতে চায় নিজেদের খেলায়। বাংলাদেশে যখন আসি, তখন সবকিছু মিলিয়েই একটা কমপ্লিট (পরিপূর্ণ) প্যাকেজ পাই। একটা ব্যাপারেই শুধু অভিযোগ, তা হলো ট্র্যাফিক (যানজট)।'

এবারের বিপিএলে বর্তমানে রান সংগ্রাহকদের তালিকায় সাতে আছেন মালিক। সাত ম্যাচে ৪৫ গড় ও ১৩৪.৭৩ স্ট্রাইক রেটে তার রান ২২৫। তার নামের পাশে হাফসেঞ্চুরি আছে দুটি। গত ২৩ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংসটি তিনি খেলেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।

আসরের শীর্ষ চারে থেকে প্লে-অফে খেলার দৌড়ে ভালোভাবে টিকে আছে রংপুর। চার জয়ে তাদের পয়েন্ট ৮। তারা আছে পয়েন্ট তালিকার চার নম্বরে।

Comments

The Daily Star  | English

'Extremism raising its head in Bangladesh'

Threat endangers the country’s very existence, Mirza Fakhrul says

49m ago