১৮-২০ তারিখের মধ্যে কোচ চলে আসবে: বোর্ড সভাপতি

গত ডিসেম্বর মাসের শেষদিকে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন রাসেল ডমিঙ্গো। তার স্থলাভিষিক্ত হওয়ার জোর আলোচনায় আছেন টাইগারদের সাবেক গুরু চন্ডিকা হাথুরুসিংহে। বিষয়টি অবশ্য স্পষ্ট করলেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে আশ্বস্ত করলেন যে আগামী ফেব্রুয়ারি মাসের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে নতুন প্রধান কোচ নিয়োগ দেবেন তারা।
ছবি: ফিরোজ আহমেদ

গত ডিসেম্বর মাসের শেষদিকে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন রাসেল ডমিঙ্গো। তার স্থলাভিষিক্ত হওয়ার জোর আলোচনায় আছেন টাইগারদের সাবেক গুরু চন্ডিকা হাথুরুসিংহে। বিষয়টি অবশ্য স্পষ্ট করলেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে আশ্বস্ত করলেন যে আগামী ফেব্রুয়ারি মাসের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে নতুন প্রধান কোচ নিয়োগ দেবেন তারা।

ভারতীয় শ্রীধরন শ্রীরামকে গত বছর অগাস্টে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করার জন্য তিনি চুক্তিবদ্ধ হন বিসিবির সঙ্গে। তার ভবিষ্যতও ঝুলে আছে। তিনি টেকনিক্যাল কনসালটেন্ট হওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকান ডমিঙ্গো মূলত ওয়ানডে ও টেস্ট দলের সঙ্গে কাজ করছিলেন। তার সঙ্গে চলতি বছরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল বিসিবির। তবে চুক্তি শেষের ১১ মাস আগেই দায়িত্ব ছেড়ে দেন তিনি। ডমিঙ্গোর উত্তরসূরি হওয়ার হওয়ার দৌড়ে শ্রীলঙ্কান হাথুরুসিংহে এগিয়ে আছেন বলে তীব্র আলোচনা দেশের ক্রিকেট অঙ্গনে।

বিপিএল দেখাসহ বিভিন্ন কারণে সোমবার বিসিবি কর্তাদের সঙ্গে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আসেন নাজমুল। এখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান কোচের নিয়োগ নিয়ে মুখ খুলতে হয় তাকে, '(প্রধান কোচ) চলে আসবে। আমি তো জানি না (হাথুরুসিংহের ব্যাপারে)। হাথুরুসিংহে বা অন্য কোনো কোচ তো আমাকে কিছু বলেনি বা বিসিবিকে কিছু বলেনি। খবর তো আমি দেইনি।'

হাথুরুসিংহেকে নিয়ে কিছু না বললেও বোর্ড প্রধান আগামী তিন সপ্তাহের মধ্যে নতুন কোচের বাংলাদেশে চলে আসার স্পষ্ট বার্তা দেন, '(প্রধান কোচ) দেখতে পাবেন… ইংল্যান্ড সিরিজের আগে অবশ্যই দেখতে পাবেন। (কোচ) আসবে। কে আসবে সেটা এখনই বলব না। (আগামী) ১৮ থেকে ২০ তারিখের মধ্যে এসে পড়বে।... ১৮ থেকে ২০ তারিখের মধ্যে কোচ চলে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সংক্ষিপ্ত তালিকা আছে, বিকল্প আছে। আমরা এর মধ্যেই থেকে পেয়ে যাব।'

উল্লেখ্য, ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে আসার আর এক মাসও বাকি নেই। আগামী ১ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে টাইগারদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা।

Comments

The Daily Star  | English

Fire breaks out at shoe factory in Ctg

A fire broke out at a factory that produces shoe accessories on Bayezid Bostami Road in Chattogram city this afternoon

1h ago