ইফতেখারের ঘাটতি মিটিয়ে দেবেন মাহমুদউল্লাহ!
ব্যাট হাতে আসরের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন ইফতেখার আহমেদ। বরিশালের ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভই এ পাকিস্তানি। সেই ক্রিকেটারকে বিপিএলে এবার আর পাচ্ছে না ফরচুন বরিশাল। তাতে বেশ বড় ক্ষতিই হতে যাচ্ছে দলটির। তবে ফজলে রাব্বির বিশ্বাস ইফতেখারের অভাব পুষিয়ে দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বিপিএলে এবার শুরু থেকেই দারুণ ধারাবাহিক ক্রিকেট খেলে যাচ্ছেন ইফতেখার। ১০ ম্যাচে ৬৯.৪০ গড়ে করেছেন ৩৪৭ রান। ৩টি হাফসেঞ্চুরির সঙ্গে ছিল একটি সেঞ্চুরিও। স্ট্রাইক রেট ১৬১.৩৯। সতীর্থ সাকিব আল হাসানের সঙ্গে আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান তার। তার চেয়ে বেশি রান কেবল সিলেট স্ট্রাইকার্সের নাজমুল হোসেন শান্তর (৩৫৬ রান)।
বরিশালের ব্যাটিং লাইনআপে এবার পাঁচ নম্বরে ব্যাট করছেন ইফতেখার। স্বাভাবিকভাবে ঘরোয়া ক্রিকেটে এ পজিশনে খেলে থাকেন মাহমুদউল্লাহ। ইফতেখার চলে গেলে হয়তো মাহমুদউল্লাহই খেলবেন এ পজিশনে। কারণ আপাতত ইফতেখারের বিকল্প হিসেবে কোনো বিদেশিকে অন্তর্ভুক্ত করছে না বরিশাল।
আর ইফতেখারের ঘাটতি মাহমুদউল্লাহ মিটিয়ে দেবেন বলে বিশ্বাস করেন ফজলে, 'সো ফার সে আমাদের দলের মোস্ট ডিপেন্ডেবল ব্যাটসম্যান। সে গেলে আমরা একটু তো পিছিয়ে পড়বোই। আমাদের এখন যারা আছে তিনজন তো আফগানিস্তানের সঙ্গে চাতু আছে । তিনজন তো আছেই…সঙ্গে রিয়াদ ভাই যেহেতু সুযোগ পায়নি কতগুলো ম্যাচে, সে যেভাবে খেলে আশা করছি রিয়াদ ভাই এটা কাভার করে দেবে।'
এবারের আসরে বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে খুব একটা বদল করেনি বরিশাল। ইফতেখারের সঙ্গে দুই আফগান ক্রিকেটার ইব্রাহীম জাদরান ও করিম জানাত খেলছেন নিয়মিতই। এছাড়া খেলছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম। আর প্রত্যেকেই দলের প্রয়োজন মিটিয়েছেন দারুণভাবেই।
'(বিদেশি খেলোয়াড়দের তেমন পরিবর্তন করতে হয়নি) হ্যাঁ অবশ্যই। টিম পরিকল্পনাই এমন যে এই কয়েকজন খেলবে। ওরাও ভালো খেলছে। নয়তো অন্য চিন্তা করা লাগত। ওরা ভালো করায় টিম কম্বিনেশন দাঁড়িয়ে গেছে। এজন্য পরিবর্তন করার প্রয়োজন হয়নি,' সংবাদ সম্মেলনে এমনটাই বলেন ফজলে।
পিএসএলে অংশ নিতে একে একে ঢাকা ছাড়তে শুরু করেছেন বিপিএলে অংশ নেওয়া পাকিস্তানি ক্রিকেটাররা। সে ধারায় রাতেই পাকিস্তানের বিমান ধরছেন ইফতেখার। পিএসএলের মূল পর্বে মাঠে নামার আগে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে প্রস্তুতি ম্যাচে খেলবেন তিনি।
Comments