ফাইনালের আগের দিন

ইমরুল-মুশফিকের সঙ্গে বিপিএল ট্রফির মেট্রো ভ্রমণ

আগামীকাল বৃহস্পতিবার বিপিএলের নবম আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর নবাগত সিলেট স্ট্রাইকার্স। ফাইনালের আগের দিন বুধবার ট্রফি নিয়ে দুই দলের আনুষ্ঠানিক ফটোসেশনে আনা হলো ভিন্নতা। কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস ও সিলেটের প্রতিনিধি মুশফিকুর রহিম ট্রফি নিয়ে চড়ে বসলেন ঢাকার মেট্রোরেলে। দিয়াবাড়ির উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁওয়ের পথে যাত্রা করলেন তারা।

গত বছরের শেষ দিকে চালু হয়েছে বাংলাদেশের প্রথম মেট্রোরেল। এখনো সীমিত পরিসরে চালু থাকা এই গণপরিবহন ইতোমধ্যে মানুষের আকর্ষণের কেন্দ্রে। এবার বিপিএল ট্রফি নিয়ে ইমরুল-মুশফিকরা চড়লেন এই মেট্রোরেলে।

প্রথম কোয়ালিফায়ারে সিলেটকে উড়িয়ে ফাইনালে পা রাখে কুমিল্লা। দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে রোমাঞ্চকর ম্যাচে ধরাশায়ী করে প্রথমবার সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি ওঠে বিপিএলের ফাইনালে।

মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে এবার বিপিএলে দুর্বার খেলেছে সিলেট। লিগ পর্বে ১২ ম্যাচের ৯টি জিতে শীর্ষে থেকে প্লে অফে উঠে তারা। কুমিল্লা প্রথম ৩ ম্যাচ হারলেও পরে টানা ১০ জয়ে নিশ্চিত করে ফাইনাল, তারাও লিগ পর্বে জিতে নেয় ৯ ম্যাচ। প্রথম কোয়ালিফায়ারে সিলেটকে অনায়াসে হারিয়ে শক্তির তারতম্য বুঝিয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

স্কোয়াডে শক্তির বিবেচনায় বেশ খানিকটা এগিয়ে থাকবে কুমিল্লা। তবে গড়পড়তা দল নিয়েও আসরের শুরু থেকে চমক দেওয়া সিলেটও জিতে নিতে পারে প্রথম ট্রফি। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা স্তেদিয়ামে শুরু হবে বিপিএলের নবম আসরের ফাইনাল।

Comments

The Daily Star  | English

Israel says conducted 'extensive strikes' in Iran's west

Israel and Iran attacked each other for a fifth straight day on Tuesday

2h ago