‘কম্বিনেশনের কারণে’ একাদশের বাইরে থাকায় অস্বস্তি লাগেনি রিশাদের

Rishad Hossain

টি-টোয়েন্টিতে জাতীয় দলের একাদশে নিয়মিত মুখ রিশাদ হোসেন, নিজের জায়গা আন্তর্জাতিক পর্যায়ে করেছেন থিতু। অথচ বিপিএল এলেই তাকে পড়তে হয় ভিন্ন বাস্তবতার সামনে। এবার ফরচুন বরিশালও প্রথম দুই ম্যাচে একাদশে রাখেনি রিশাদকে। সিলেট পর্বে একাদশে সুযোগ পেয়ে প্রথম ম্যাচে উইকেট না পেলেও পরেরটিতে তিন উইকেট নিয়ে নিজেকে রাঙান তিনি। পরে বলেছেন একাদশের বাইরে থাকার সমন্বয়টা অস্বস্তিকর ছিলো না তার। 

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৫ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার রিশাদ। এতে করে আগামী ম্যাচগুলোতে বিপিএলেও তার জায়গা থিতু হলো বলা যায়।

ম্যাচ শেষে এই লেগ স্পিনার বললেন, প্রথম দুই ম্যাচে বাইরে থাকতে হলেও কারণ অনুধাবন করে মেনে নিয়েছিলেন তিনি,  'আসলে বাইরে বসে তাকা বলতে… দলীয় কম্বিনেশনের কারণে বাইরে ছিলাম। আমার অতটা অস্বস্তি লাগেনি। ভেবেছি যে দলের জন্য যা দরকার, তা-ই হবে।'

'প্রস্তুতি নিয়মিতই থাকে খেলার জন্য। যদি কম্বিনেশনের জন্য না খেলি, সেটা তো আমার হাতে নেই। আমি সবসময় খেলার জন্য প্রস্তুত থাকি।'

লেগ স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও নিচের দিকে ঝড় তুলতে পারেন রিশাদ। দারুণ ফিল্ডার হিসেবেও পরিচিতি আছে তার। সব মিলিয়ে টি-টোয়েন্টির আদর্শ প্যাকেজ। সেদিক থেকে বিপিএলে তার নিয়মিত না খেলা অনেকটা বিস্ময়কর।

এবার অবশ্য দেশের বাইরের লিগেও সুযোগ এসেছিল রিশাদের। বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন।

হোবার্ট হারিকেন্সে যাওয়া হয়নি মূলত বিপিএলের কারণে। তবে তাকে কিছু ম্যাচের জন্য ছাড়ার অনাপত্তিপত্র দিয়েছিলো বিসিবি, কিন্তু পুরো আসর ছাড়া খেলোয়াড় নিতে রাজী হয়নি হোবার্ট।

বিগ ব্যাশের মতন বড় মঞ্চ হাতছাড়া হওয়ার আক্ষেপ যদিও নেই রিশাদের, 'আগেই বলেছি, আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না বর্তমানে যা আছে, সেটা নিয়েই কাজ করতে চাই। বিপিএল চলছে, বিপিএল নিয়েই ব্যস্ত আছি। বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না। পরেরবার ইনশাল্লাহ…।'

Comments

The Daily Star  | English

Why 1971 still casts a shadow in Bangladesh-Pakistan relations

The truth of the 1971 remains buried in denial, distortion, and evasion

2h ago