পারিশ্রমিক ইস্যুতে বিপিএলের সমালোচনা করল খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন

বিপিএলের চলতি আসরে সবচেয়ে আলোচ্য বিষয় খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু। আগেও এমন সমস্যার খবর আসায় এবং তার স্থায়ী সমাধান না হওয়ায় বিরক্ত ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ)। সংগঠনটি বিপিএলের আয়োজক বিসিবির সমালোচনা করেছে।

ডব্লিউসিএ'র প্রধান নির্বাহী কর্মকর্তা টম মোফাট ক্রিকেট ওয়েবসাইত ইএসপিএন ক্রিকইনফোতে এই ব্যাপারে নিজের অসন্তোষ প্রকাশ করেন। বারবার একই কারণে 'দোষী' হওয়া বিসিবির সমালোচনা করে মতামত দেন তিনি।

চলতি আসরে বিপিএলের একাধিক দল পারিশমিক নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা টাকা না পেয়ে একবার অনুশীলন বর্জন করেন। পরে তাদের বিদেশি ক্রিকেটাররা ম্যাচও বর্জন করেন। পরে নিয়ম ভেঙ্গে চালানো হয় দলটির খেলা।

এছাড়া চিটাগাং কিংস ফ্র্যাঞ্চাইজির মালিক একজন খেলোয়াড়কে টাকা না দেওয়ার কথা নিজেই স্বীকার করেন। একাধিক দল পারিশ্রমিক ছাড়াও খেলোয়াড়দের দৈনিক ভাতা পরিশোধ করছে না।

বিপিএলের শুরুর আসরগুলোতেও এই সমস্যা ছিলো। বিপিএলে বারবার এমন নেতিবাচক খবর কেন, এই প্রশ্ন তুলেছেন মোফাট। তিনি বলেন, 'বিপিএলে পারিশ্রমিক না দেওয়ার বিষয়টা হতাশার। বারবারই এই আসর থেকে এমন খবর পাওয়া যায়। তারা বারবারই এই অভিযোগে দোষী হচ্ছে।'

এই সংগঠক বলেন, 'এসব একদমই অগ্রহণযোগ্য, তারা (বিসিবি) এটার উন্নতি করতে পারছে না।  টুর্নামেন্টের প্রচার-প্রসার হয় খেলোয়াড়দের জন্যই। যেকোনো লিগে চুক্তিপত্রে কিছু মৌলিক বিষয় সুরক্ষা করতে হবে।  এতে করে খেলোয়াড়রা ন্যূনতম মান বজায় রাখার বিষয়ে আত্মবিশ্বাসী থাকবে।'

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

12h ago