দুর্বার রাজশাহীর মালিককে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে প্রতিশ্রুতি আদায়

টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও খেলোয়াড়দের এখনো টাকা দেয়নি দুর্বার রাজশাহী। টাকার অপেক্ষায় তাদের কয়েকজন বিদেশি হোটেল ছাড়তে পারছিলেন না। এবার ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দলটির কর্ণধার শফিকুর রহমানকে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে প্রতিশ্রুতি আদায় করা হয়েছে।
ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ২ ফেব্রুয়ারির মধ্যে ৫০ শতাংশ পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবে আলোর মুখ দেখেনি। এমতাবস্থায়, দলটির এমন টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে ৩ ফেব্রুয়ারি প্রথম প্রহরে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে।'
'সঙ্কট নিরসনে সমাধান জানতে চাইলে, নিজের দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৫ তথা তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি।' এই প্রতিশ্রুতি পূরণ না করলে শফিকুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে বলে জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএলে নানা অনিয়মের আদ্যোপান্ত অনুসন্ধানে কাজ করছে একটি সত্যানুসন্ধান কমিটি।
বিপিএলে এবার ব্যাংক গ্যারান্টি না নিয়েই দুর্বার রাজশাহীকে দল দেওয়া হয়। ফরচুন বরিশাল ছাড়া ব্যাংক গ্যারান্টি দেয়নি আর কেউ। নতুন আসা রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি শুরু থেকেই জড়ায় বিতর্কে। খেলোয়াড়দের কোন টাকা না দেওয়ায় একবার তারা অনুশীলন বর্জন করেন। পরে চেক দেওয়া হলে সেই চেক একাধিকবার বাউন্স করে। বিদেশি খেলোয়াড়রা টাকা না পেয়ে মাঠে যাননি এক ম্যাচে। নিয়ম ভঙ্গ করে আয়োজিত হয় ম্যাচ।
খেলোয়াড়দের টাকা, দৈনিক ভাতা না দেওয়ার অভিযোগ আছে চিটাগাং কিংস ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধেও।
Comments