‘যখন দল বানিয়েছি, সবাই বলেছে আমরা চ্যাম্পিয়ন’

fortune barishal

বিপিএলে চার আসরের মধ্যে এই নিয়ে তৃতীয়বার ফাইনাল খেলতে যাচ্ছে ফরচুন বরিশাল, গত আসরে শিরোপা জিতে এবারও তা ধরে রাখতে হট ফেভারিট তামিম ইকবালের দল। কোচ মিজানুর রহমান বাবুল বলছেন, টুর্নামেন্ট শুরুর আগেই অন্যদের আলোচনায় ফের চ্যাম্পিয়ন আবহ পাচ্ছিলেন তারা।

ফেভারিট হয়ে নামা বরিশাল মাঠেও খেলছে সেরাদের মতন। টেবিলের শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করে ফাইনালেও উঠে যায় হেসেখেলে। আগেভাগে ফাইনাল নিশ্চিত হওয়ায় প্রস্তুতির জন্য বাড়তি সময়ও পাচ্ছে  তারা।

বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে অন্য ফাইনালিস্ট নিশ্চিত হতে লড়াইয়ের জন্য যখন প্রস্তুত চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স, বরিশালের চিন্তা তখন সব ফাইনাল ঘিরে। এদিন মিরপুর একাডেমি মাঠে দুপুরে অনুশীলন করে বর্তমান চ্যাম্পিয়নরা।

পরে গণমাধ্যমে কথা বলতে আসেন কোচ বাবুল। তিনি জানান অন্যরা মজা করে শিরোপা এক রকম তাদের হাতেই তুলে দিয়েছেন,  'আমরা যখন দল বানিয়েছি, সবাই বলেছে আমরা চ্যাম্পিয়ন দল। মিডিয়া বলেছে, ক্রিকেটাররাও বলেছে, আপনাদের তো খেলার দরকার নেই। এভাবে মজা নিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা দল করেছি। আমাদের টিম কম্বিনেশন দেখলেও তাই মনে হয়। চ্যাম্পিয়ন হতে পারব কিনা সেটা ৭ তারিখে বোঝা যাবে। তবে আমরা ফাইনালে উঠেছি। আমাদের কম্বিনেশন, টিম বন্ডিং কাজ করেছে। আমরা প্রথম দিন থেকেই চেয়েছি যে ফাইনাল খেলব। আমরা সেই লক্ষ্যেই এগিয়েছি এবং যেতে পেরেছি।'

৭ ফেব্রুয়ারি ফাইনালের প্রতিপক্ষ হিসেবে খুলনা বা চিটাগাং কোন এক দলকে পাবে বরিশাল। কারা সহজ হবে সেই আলোচনায় যেতে চান না বাবুল,  'প্রতিপক্ষ হিসেবে যে কেউই আসুক, আমাদের খেলতে হবে। আমি যদি বলি, একে চাই, ওকে চাই তাহলে অন্য একটা দলকে ছোট করা হবে। যে-ই আসুক, তাদেরকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে। দুই দলের প্রতিই শুভকামনা রইল। যারাই আসুক, তাদের সঙ্গে আমরা খেলব।'

Comments

The Daily Star  | English

Pahela Baishakh sales better this year

In previous years, Baishakh celebrations and the purchase of new dresses accounted for an estimated one-fourth of annual sales by local fashion outlets.

7h ago