ঈশ্বর চাইলে আমরা জিততে পারি: পাকেতা

৭৪ শতাংশ বল ছিল দখলে। শটও নিয়েছে ১৯টি। যদিও এরমধ্যে লক্ষ্যে রাখতে পেরেছিল স্রেফ তিনটি। তবে ম্যাচের আধিপত্য পুরোটাই ছিল ব্রাজিলের। কিন্তু তারপরও কোস্টারিকার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে। তাই ম্যাচ জয়ের জন্য নিজেদের সেরা পারফরম্যান্সের সঙ্গে ভাগ্যের প্রয়োজনীয়তাও দেখছেন দলের মিডফিল্ডার লুকাস পাকেতা।

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে সেদিন দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা হয়েছিলেন এই মিডফিল্ডার। ম্যাচের সেরা সুযোগটি তৈরি করেছিলেন পাকেতাই। কিন্তু রদ্রিগো কাজে লাগাতে পারেননি। তার একটি শট ফিরে আসে বারপোস্টে লেগেও। একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল মিলেনি।

নিজেদের দুর্ভাগা দাবি করে পাকেতা বলেন, 'আমাদের বেশ কয়েকটি, অনেক সুযোগ ছিল, আমার কাছেই বিশেষ করে তিনটি সুযোগ ছিল। আমাদের আরও কিছুটা শান্ত হয়ে ফিনিশিং দিতে হবে। অবশ্যই, দলের আত্মরক্ষার সঙ্গে আক্রমণেও এমন কিছু আছে যেখানে আমরা উন্নতি করতে পারি এবং করার চেষ্টা করব।'

বাংলাদেশ সময় আগামী শনিবার কোপা আমেরিকার 'ডি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল এবং প্যারাগুয়ে। এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না সেলেসাওরা। পাকেতার ভাষায়, 'ব্রাজিল এমন একটা দল যাদের জিততেই হবে। আমরা আবার ম্যাচ খেলতে যাচ্ছি। আমরা বিশ্রামে নিয়েছি, আরও ভালো করার জন্য দরিভাল ম্যাচ সম্পর্কে কী বিশ্লেষণ করেছেন তা আমরা শুনব এবং ঈশ্বর ইচ্ছা করলে আমরা জিততে পারি।'

কোস্টারিকার বিপক্ষে ফরোয়ার্ডের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। তবে নিজেদের দুর্বলতা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান পাকেতা, 'আমরা আত্মবিশ্বাসের সঙ্গেই (অনুশীলন) চালিয়ে যাচ্ছি। আমাদের যা করতে বলা হয়েছে তা করার চেষ্টা করছি। আমরা ধারণা পেয়েছি। আমাদের আশা এবং আত্মবিশ্বাস আছে যে আমাদের লক্ষ্য অর্জিত হবে।'

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago