গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল বা কলম্বিয়ার অপেক্ষায় উরুগুয়ে

Uruguay

এবারের কোপা আমেরিকায় অন্যতম সেরা এক দল নিয়ে এসেছে উরুগুয়ে। মাঠের পারফরম্যান্সেও মিলছে তার প্রমাণ। গ্রুপের সবগুলো ম্যাচ জিতে সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। গ্রুপে শেষ ম্যাচে ফেদরিকো ভালবার্দে, দারউইন নুনেজরা ১-০ গোলে হারায় যুক্তরাষ্ট্রকে।

বুধবার বাংলাদেশ সময় সকালে উরুগুয়ের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। আরেক ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে উড়িয়ে উরুগুয়ের সঙ্গী হয়েছে পানামা। 

কোয়ার্টার ফাইনালে গ্রুপ সেরা হয়ে উঠা উরুগুয়ের সামনে পড়বে 'ডি' গ্রুপের রানার্সআপদের। সেই সম্ভাবনায় দাঁড়িয়ে একাধিক দল। ব্রাজিল যদি কলম্বিয়ার বিপক্ষে জিততে না পারে তাহলে শেষ আটে তাদের পড়তে হবে উরুগুয়ের সামনে।

কলম্বিয়াকে যদি ব্রাজিল হারায় তাহলে গ্রুপ সেরা হবে তারাই। সেক্ষেত্রে ব্রাজিল পাবে পানামাকে। ব্রাজিলের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার সম্ভাবনাও আছে। কলম্বিয়ার কাছে যদি তারা বড় ব্যবধানে হারে এবং কোস্টারিকা যদি প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারায় তাহলে দর্শক হয়ে যেতে হবে দরিভাল জুনিয়রের দলকে।।

উরুগুয়ের হয়ে এদিন একমাত্র গোল করেন ডিফেন্ডার মাতিয়াস অলিভিয়েরা। ৬৬ মিনিটে তার করা গোল নিয়ে অবশ্য আপত্তি তোলে যুক্তরাষ্ট্র, তাদের দাবি অফসাইডে ছিলেন অলিভিয়েরা। যদিও ভিএআরে আসে গোলের সিদ্ধান্ত।

Comments

The Daily Star  | English

With acreage and output falling, is there any prospect for wheat in Bangladesh?

Falling wheat acreage raises questions about food security amid climate change

15h ago