‘সেরা প্রজন্মের’ কলম্বিয়ার বিপক্ষে নামার আগে সতর্ক ব্রাজিল

Dorival Jr

সর্বশেষ ১০ ম্যাচের সবগুলো জিতেছে কলম্বিয়া।  আরও পেছনে গেলে হারেনি সর্বশেষ ২৫ ম্যাচে। অন্যদিকে নিজেদের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে ব্রাজিল। এমন পরিস্থিতিতে কলম্বিয়ার বিপক্ষে নামার আগে তাই প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করতে হচ্ছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে।

কোপা আমেরিকায় এবার নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ড্র করে ব্রাজিল। পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে প্যারাগুয়েকে উড়িয়ে দেয়। তবে এখনো নিশ্চিত হয়নি কোয়ার্টার ফাইনাল।

কলম্বিয়ার বিপক্ষে বুধবার ম্যাচটা তাই ব্রাজিলের পরের রাউন্ড নিশ্চিতের। সেই সঙ্গে পরের রাউন্ডে গ্রুপ সেরা হয়ে উরুগুয়েকে এড়ানোর মিশনও।

ব্রাজিলের ঠিক ভিন্ন অবস্থায় দাঁড়িয়ে কলম্বিয়া। প্রথম দুই ম্যাচে অনায়াসে জয় তুলে পুরো ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। ব্রাজিলের বিপক্ষে ড্র করলেও থাকবে গ্রুপের শীর্ষে। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে পাবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ।

সেরা ছন্দে থাকা কলম্বিয়াকে হারিয়ে গ্রুপে এক নম্বর হওয়া যে কত কঠিন জানেন দরিভাল। গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে প্রতিপক্ষকে উঁচুতে রাখলেন তিনি,  'আমার মনে হয় সাম্প্রতিক সময়ে এটা কলম্বিয়া সেরা প্রজন্মের ফুটবল দল। খেলোয়াড়রা বড় ক্লাবে খেলে, অনেকে আমাদের দেশেও খেলে।'

'কলম্বিয়া খুব কৌতুহলউদ্দিপক দল। তারা ২৫ ম্যাচ ধরে অপরাজিত। এমন কিছু হুট করে আপনি অর্জন করতে পারবেন না। অনেক পরিশ্রম করা লাগে এজন্য।'

কোস্টারিকা, প্যারাগুয়ের থেকেও যে কঠিন লড়াই অপেক্ষা করছে জানেন দরিভাল। তবে নিজেদের সেরাটা দিয়ে কাজটা সারার আশা তার,  'কোন সন্দেহ নেই আমরা আরও কঠিন প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়ব। এই ম্যাচটাতে অনেক সুযোগ পাওয়া যাবে। আমরা আশা করছি সেসব কাজে লাগিয়ে সেরাটা বের করব।'

ব্রাজিল কোচকে আশা দেখাচ্ছে দলের উন্নতির ধারা। কোস্টারিকার বিপক্ষে একচেটিয়া প্রাধান্য দেখালো গোল বের করতে পারেনি দল। প্যারাগুয়ের বিপক্ষে সেই খরা কাটিয়ে দলকে পাওয়া গেছে ধারালো। উন্নতির এই ধারা কলম্বিয়ার বিপক্ষেও অব্যাহত থাকার আশায় তিনি, 'আমাদের একইসঙ্গে সতর্ক থাকতে হবে। যেসব কঠিন অবস্থায় পড়ব তার সমাধান বের করতে হবে। আমার মনে হয় দল বিকশিত হচ্ছে, ক্রমাগত উন্নতির ধারায় আছে।'

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

7h ago