'ব্রাজিলের আসল শক্তি দেখতে পাবে উরুগুয়ে'

উরুগুয়েকে নিজেদের আসল শক্তি দেখাবেন বলে হুমকি দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ওয়েনডেল

নকআউট পর্বের শুরুতেই কঠিন প্রতিপক্ষ। কোপা আমেরিকার চলতি আসরে সবেচেয়ে ধারাবাহিক পারফর্ম করা উরুগুয়ের বিপক্ষে খেলতে হবে ব্রাজিলকে। যারা তিন ম্যাচেই দিয়েছে ৯টি গোল। কিন্তু তাদের নিয়ে ভাবছেনই না ব্রাজিলের লেফট ব্যাক ওয়েনডেল। সেমিতে ওঠার লড়াইয়ে উরুগুয়েকে নিজেদের আসল শক্তি দেখাবেন বলে হুমকি দিয়েছেন এই ডিফেন্ডার।

বাংলাদেশ সময় বুধবার সকালে ক্যালিফোর্নিয়ার লেভি'স স্টেডিয়ামে কোপা আমেরিকার 'ডি' গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হতে জয়ের বিকল্প ছিল না তাদের। তবে পয়েন্ট ভাগাভাগি করে উরুগুয়েকেই পায় শেষ আটে।

দলের এমন পারফরম্যান্সে কোচ দরিভাল জুনিয়র হতে অধিকাংশ খেলোয়াড়ই হতাশ। সেখানে ভিন্ন ওয়েনডেল। কোয়ার্টার-ফাইনালে নিজেদের আসল শক্তি দেখানোর প্রত্যয় জানিয়ে বলেন, 'আপনারা ব্রাজিলিয়ান ফুটবলের শক্তি দেখতে পাবেন। আমরা খুব শক্তিশালী প্রতিপক্ষের প্রত্যাশা করছি, কিন্তু তারাও (উরুগুয়ে) ব্রাজিলের ফুটবলের শক্তি দেখতে পাবে।'

এদিকে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পারফরম্যান্সে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ব্রাজিল। বিশেষকরে তাদের খেলার ধরণে। ম্যাচে প্রতিপক্ষ শিবিরে তেমন কোনো ভীতিই ছড়াতে পারেনি তারা। তবে শেষ পর্যন্ত না হারাকেই বড় করে দেখছেন পোর্তোর এই ডিফেন্ডার, 'আমরা দুটি ম্যাচ ড্র করেছি এবং একটি জিতেছি। আমরা প্রতিযোগিতায় কিন্তু অপরাজিত রয়েছি। আমরা উরুগুয়ে কিংবা অন্য যে কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে প্রস্তুত।'

এদিকে উরুগুয়ের বিপক্ষে দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে। কলম্বিয়ান অধিনায়ক হামেস রদ্রিগেজকে অহেতুক ফাউল করে হলুদ কার্ড দেখেন। এর আগে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলে জয়ের দিনেও হলুদ কার্ড দেখেছিলেন। যে কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি।

আগামী রোববার লাস ভেগাসে বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে উরুগুয়ে ও ব্রাজিল।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

4h ago