কোপার সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা 

গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করেছিলো আর্জেন্টিনা। সেই কানাডাকেই আবার সেমিফাইনালে পেলেন লিওনেল মেসিরা। হন্ডুরাসের পর কোপা আমেরিকায় প্রথমবার অংশ নিয়েই সেমিতে উঠার ইতিহাসও গড়ল তারা। 

টেক্সাসে বাংলাদেশ সময় শনিবার সকালে কোয়ার্টার ফাইনাল মঞ্চে ১-১ গোলে মূল ম্যাচ শেষ হয় সমতায়। টাইব্রেকারে পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ গোলে জিতে যায় কানাডা। 

ফাইনালে উঠার লড়াইয়ে আগামী ১০ জুলাই শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে নামবেন আলফানসো ডেভিসরা। আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বে মুখোমুখি লড়াইয়ে ২-০ গোলে হেরেছিলো তারা। সেই ম্যাচে অবশ্য বেশ কিছুটা সময় সমান তালে লড়ে চমক দেখায় ২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। 

এদিন খেলার ১৩ মিনিটে জ্যাকব শাফেলবুর্গের গোলে এগিয়ে যায় কানাডা। বিররির পর ৬৪ মিনিটে সালমন রনডনের গোলে সমতায় ফেরে গ্রুপ পর্বে সেরা হয়ে সেমিতে আসা ভেনেজুয়েলা। নির্ধারিত ৯০ মিনিটে আর গোল না হওয়ায় ম্যাচ যায় টাইব্রেকারে। কোপার নিয়ম অনুযায়ী ৯০ মিনিটের পর অতিরিক্ত সময় নেই এবারও। অতিরিক্ত সময় থাকবে কেবল ফাইনালের বেলায়। 

৯০ মিনিটের পর তাই সরাসরি হয় টাইব্রেকার। তাতে গোলরক্ষকের কৃতিত্বে জয় পায় কানাডা। 
 

Comments

The Daily Star  | English

HRSS calls 2024 'one of Bangladesh's deadliest'

Rights group calls for enhanced safeguards for women, children and minorities

45m ago