আরও বড় কিছুর লক্ষ্য উরুগুয়ের

শিরোপা জিতে নেওয়াই মূল লক্ষ্য বলে ইঙ্গিত দিয়েছেন উরুগুয়ের গোলরক্ষক সের্জিও রোচেত

কোপা আমেরিকায় এবার ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল উরুগুয়ে। মাঠে তার প্রতিফলন শুরু থেকেই দেখিয়েছে দলটি। প্রথম পর্বে তারাই ছিল সবচেয়ে সফল দল। আর নকআউট পর্বের শুরুতে তারা শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে উঠেছে সেমি-ফাইনালে। তবে লক্ষ্যটা তাদের আরও বড় বলেই জানালেন দলের গোলরক্ষক সের্জিও রোচেত।

শনিবার লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ম্যাচে ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়েছে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। নির্ধারিত সময়ের ম্যাচ গোলশূন্য ড্র থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচটি।

টাইব্রেকারে প্রথম শট নিতে এসেই ব্যর্থ হন ব্রাজিলের রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এদের মিলিতাও। এরপর সদ্য জুভেন্তাসে যুগ দেওয়া দগলাস লুইস মিস করলে আরও পিছিয়ে যায় সেলেসাওরা। পরে অবশ্য হোসে গোমেজের শট ঠেকিয়ে ব্রাজিলকে ম্যাচে ফিরিয়েছিলেন অ্যালিসন বেকার। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যানুয়েল উগার্তি লক্ষ্যভেদ করলে জয় পায় উরুগুয়েই।

ম্যাচ শেষ গোলরক্ষক রোচেত আরও বড় কিছু পাওয়ার প্রত্যয় দেখিয়ে বললেন, 'এটি একটি কঠিন প্রতিপক্ষের সঙ্গে খুব উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ ছিল, শেষ মিনিট পর্যন্ত প্রত্যেককে ভুগতে হয়েছে। কিন্তু আমরা তরুণ দল হওয়া সত্ত্বেও নিজেদের চরিত্র দেখিয়েছি।'

'পেনাল্টি এবং জিতে শেষ করতে পেরে আমরা স্বপ্নকে বাঁচাতে পেরেছি... সত্যি বলতে কি এটা দারুণ আনন্দদায়ক, যেটা এই দলটির প্রাপ্য, দেশ এটার যোগ্য। আমরা খুব রোমাঞ্চিত, তাই আমরা আরও কিছু করতে যাচ্ছি,' যোগ করেন এই গোলরক্ষক।

তবে ম্যাচে এদিন নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি কোনো দলই। শুরু থেকেই একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। তাতে ফাউল হয় মোট ৪১টি। মারাত্মক ফাউলের জন্য লাল কার্ড দেখেন নাহিতান নেন্দেজও। শেষদিকে ২০ মিনিটের বেশি সময় ১০জন নিয়ে খেলে উরুগুয়ে।

Comments

The Daily Star  | English

Teesta flowing 31cm above danger level, flood fears loom in low-lying areas

Water levels of rivers in Lalmonirhat and Kurigram districts have been rising steadily due to incessant rains in the last three consecutive days, triggering fears of floods in the low-lying shoal areas.

55m ago