নিজের চরিত্রের দুটি দিক জানালেন হাথুরুসিংহে

Chandika Hathurusingha
আপনি কি কড়া লোক? প্রশ্ন শুনে হেসে ফেললেন চন্ডিকা হাথুরুসিংহে ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের মানুষের কাছে 'কড়া হেডমাস্টার' হিসেবে তকমা জুটে গেছে চন্ডিকা হাথুরুসিংহের। চারিত্রিক এই বৈশিষ্ট্যেই মূলত আকৃষ্ট হয়ে বিসিবি অনেক ধর্না দিয়ে সাড়ে পাঁচ বছর পর ফিরিয়েছে তাকে। নিজের চোখে হাথুরুসিংহে আসলে কেমন মানুষ? ব্যাখ্যা করতে গিয়ে সেনা কর্মকর্তা বাবা ও নার্স মায়ের প্রসঙ্গ টানলেন বাংলাদেশের প্রধান কোচ।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্বের সময়ে অনেকবারই নিজের কঠোর চরিত্রের প্রমাণ দিয়েছেন লঙ্কান এই কোচ। অনেক কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা বোধ করেননি। দলে শৃঙ্খলার প্রয়োজনে সিনিয়র খেলোয়াড়দেরও তেতো কথা বলেছেন অনায়াসে।

এবার ফেরার পরও তার চরিত্রের কঠোরতা নিয়েই বেশি আলোচনা হচ্ছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, নিজেকে তিনি কি কড়া স্বভাবের মানুষ মনে করেন?

Chandika Hathurusingha
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

উত্তরে নিজের চরিত্রের দুটি দিক তুলে ধরেন ৫৪ বছর বয়েসী এই কোচ,  'মানুষজন এভাবেই ভাবে (আমি কড়া)। একটা শক্তির জায়গা হচ্ছে আমি জানি আমি কি চাই। আমি আমার চাওয়া অনুযায়ী এগিয়ে যাই। আমি খুবই আত্মবিশ্বাসী যে আমি যেটা বিশ্বাস করি সেটা ঠিক। অল্প বয়স থেকে এটা আমার শক্তি।'

'আমার বাবা সেনাবাহিনীতে ছিলেন এবং আমার মা ছিলেন নার্স। কাজেই সেনাবাহিনীর কঠোরতা ও নার্সের কোমলতা আমি বেড়ে উঠার সময়ে পেয়েছি। আমি মনে করে আমার স্বভাব এরমধ্য দিয়ে তৈরি। আমি মানুষদের কাছে সৎ থাকি। যা ঘটে আমি সেটাই বলি।'

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

2h ago