২০-৩০ রানের ঘাটতির আক্ষেপ বাংলাদেশের 

বুধবার মিরপুরে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৩ উইকেটে হারায় ইংল্যান্ড। আগে ব্যাটিং বেছে স্বাগতিকদের ২০৯ রানের পুঁজি ৮ বল আগে দাবিদ মালানের সেঞ্চুরিতে পেরিয়ে যায় সফরকারীরা। 
Bangladesh cricket team
ছবি: ফিরোজ আহমেদ

উইকেট ছিল বেশ কঠিন। আগে ব্যাট করে সেই উইকেটে একটা পর্যায়ে জুতসই পুঁজির পথেও ছিল বাংলাদেশ। তবে থিতু হয়েও ইনিংস টানতে না পারার ব্যর্থতায় দুইশো পার করেই থামতে হয়। বোলররা সেই পুঁজি নিয়ে লড়াই চালালেও কাজের কাজ হয়নি। ম্যাচ শেষে ২০-৩০ রানের ঘাটতির কথা জানালেন নাজমুল হোসেন শান্ত। 

বুধবার মিরপুরে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৩ উইকেটে হারায় ইংল্যান্ড। আগে ব্যাটিং বেছে স্বাগতিকদের ২০৯ রানের পুঁজি ৮ বল আগে দাবিদ মালানের সেঞ্চুরিতে পেরিয়ে যায় সফরকারীরা। 

দুপুরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল পেয়েছিলেন ভালো শুরু, টানতে পারেননি। তিনে নেমে শান্ত ক্যারিয়ারের প্রথম ফিফটিতে দিচ্ছিলেন আভা। তিনিও থামেন অসময়ে। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে কথা বলতে এসে হতাশার কথা জানান তিনি,  'আমার মনে হয় ইনিংস যখন শেষ করেছি ২০ থেকে ৩০ রান ঘাটতি ছিল। যেভাবে আমরা বোলিং শুরু করেছি, ১০০ রানে ৫ উইকেট পড়েছিল। বলা যায় ভালো মতোন ফিরে আসতে পেরেছিলাম। ২০ রান, ২৫ রান কম করার পরও ফিরতে পেরেছিলাম। শেষটা ভাল হলে জিততে পারতাম।'

'আমার মনে হয় ২৪০ ভালো স্কোর ছিল এই উইকেটে। যেটা আমরা করতে পারিনি। কিন্তু ২৪০-২৪৫ করতে পারলে হয়ত বোলারদের জন্য আরও সহজ ছিল।'

বাংলাদেশের ইনিংসে একমাত্র ফিফটি ছাড়ানো ইনিংস খেলেন শান্ত। ৮২ বলে ৬ চারে তার ব্যাট থেকে আসে ৫৮ রান। তামিম ২৩, মাহমুদউল্লাহ থামেন ৩১ রানে। এসব ইনিংস বড় হলে দলের রান হতে পারত। শুরু পেয়েও মাঝের ওভারে তাল ধরে রাখতে না পারার ঘাটতিটা পোড়াচ্ছে শান্তকে, 'আমি যেটা বললাম ব্যাটিংয়ে আমরা মাঝের ওভারে তিনটা পর পর উইকেট দিয়েছে। যেখান থেকে ফিরতে পারিনি। যে রানটা করেছিলাম, বোলিং যেভাবে শুরু করেছিলাম, ওই রানও ডিফেন্ড করার অবস্থায় চলে গিয়েছিলাম। আমাদের যে বোলিং আক্রমণ এবং উইকেট যেরকম ছিল সামহাও হয়নি। তাসকিন, তিনটা স্পিনার ভাল বল করেছে।' 

Comments