সিরিজ বাঁচানোর ম্যাচে তাসকিনকে নিয়ে শঙ্কা

Taskin Ahmed
ছবি: ফিরোজ আহমেদ

প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে  ইংল্যান্ডকে নাড়িয়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

বিসিবি সূত্রে জানা গেছে, প্রথম ওয়ানডেতে পেশিতে টান পড়েছে তাসকিনের। দ্বিতীয় ওয়ানডেতে তাই তার খেলা নিয়ে আছে শঙ্কা। এই কারণে আগের দিন স্কোয়াডে একজন সদস্য সংখ্যা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্ট। যদিও দলে যোগ দেওয়া শামীম হোসেন পাটোয়ারি মূলত ব্যাটার। অফ স্পিন করেন অনিয়মিত।

প্রথম ম্যাচে ১ ওভার বল করে ২৬ রান দিয়ে জস বাটলারকে আউট করেছিলেন তাসকিন। তার আঁটসাঁট স্পেলে বেশ হাঁসফাঁস করেন ইংলিশ ব্যাটাররা। ৩ উইকেটে ম্যাচ হারলেও বোলারদের পারফরম্যান্সে খুশি ছিল দল। দ্বিতীয় ম্যাচে সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ নামতে চাইবে সেরা শক্তি নিয়ে। তাসকিন শেষ পর্যন্ত খেলতে না পারলে তা হবে বড় ধাক্কা। স্কোয়াডে বিকল্প পেসার হিসেবে আছেন হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা শামীমকে দলে নেওয়ার বার্তা দিয়ে দেওয়া হয় সংবাদ বিজ্ঞপ্তি। কিন্তু তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নিজেই এই খবরে চমকে যান। অন্য নির্বাচকও জানতেন না। খানিক সময় নিয়ে কারণ জেনে তারা জানান, ব্যাকআপ হিসেবে স্কোয়াডে নেওয়া হয়েছে শামীমকে। খেলানোর কোন চিন্তা আপাতত নেই।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম শুক্রবার দুপুর ১২টায় দ্বিতীয় ওয়ানডেতে নামবে বাংলাদেশ-ইংল্যান্ড।

Comments

The Daily Star  | English

Ishraque alleges political obstruction in DSCC mayoral appointment

Announces establishment of 'Mayor's Cell' to monitor service delivery in the city

1h ago