অপরিবর্তিত একাদশ নিয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিরিজের টিকে থাকতে হলে জিততেই হবে বাংলাদেশকে। এমন ম্যাচে টস জিতে নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল খান। তবে এদিন ফিল্ডিং বেছে নিয়েছেন তিনি। প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন টাইগার অধিনায়ক।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়। এদিন টাইগারদের একাদশে কোনো পরিবর্তন আসেনি। এদিনও স্পিন শক্তির উপর নির্ভর করেছে স্বাগতিকরা। একাদশে আছেন তিন স্পিনার ও দুই পেসার। ইনজুরির কারণে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত দলে রয়েছেন পেসার তাসকিন আহমেদ।
অন্যদিকে একাদশে দুইটি পরিবর্তন এনেছে ইংলিশরা। দুই পেসার ক্রিস ওকস ও জোফরা আর্চারকে বাদ দেওয়া হয়েছে। তাদের জায়গায় একাদশে এসেছেন স্যাম কারান ও সাকিব মাহমুদ।
এর আগে প্রথম ওয়ানডেতে দারুণ লড়াইয়ের পর ডেভিড মালানের দুর্দান্ত এক সেঞ্চুরিতে হেরে গেছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে এদিন জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার, উইল জ্যাকস, মঈন আলি, স্যাম কারান, সাকিব মাহমুদ, আদিল রশিদ ও মার্ক উড।
Comments