এমবাপের মন্তব্যের কড়া জবাব দিলেন রাফিনহা

এর আগে এমবাপেকে জবাব দিয়েছিলেন লিওনেল মেসিও

আরও একবার বিতর্কিত মন্তব্য করে উত্তেজনা বাড়িয়েছেন কিলিয়াম এমবাপে। এর আগে ল্যাটিন আমেরিকায় প্রতিদ্বন্দ্বিতা কম বলে তোপের মুখে পড়েছিলেন। এবার বিশ্বকাপ থেকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় কঠিন বলে মন্তব্য করেন এই ফরাসি। আর তার কড়া জবাব দিয়ছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা।

এরমধ্যেই শুরু হয়ে গেছে ইউরো কাপের লড়াই। এই আসর শুরুর ঠিক আগে এমবাপে ইউরো কাপকে সবচেয়ে কঠিন বলে আখ্যা দিয়ে বলেছিলেন, 'আমার মনে হয় বিশ্বকাপের চেয়ে ইউরো কাপ জেতা কঠিন। অনেক শক্তিশালী দল খেলে এখানে। আমরা একে অপরের সঙ্গে প্রচুর ম্যাচ খেলেছি। ইউরোর মান দেখলেই সেটা বোঝা যাবে। সব দেশ মোটামুটি একই রকম ফুটবল খেলে।'

এদিকে কোপা আমেরিকার লড়াইয়ের জন্য ব্রাজিলের হয়ে প্রস্তুতি নিচ্ছেন রাফিনহা। সেখানেই অনুশীলনের ফাঁকে এমবাপেকের মন্তব্য নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, 'সে দক্ষিণ আমেরিকার একটি দলের বিপক্ষেই কাতারে ২০২২ বিশ্বকাপের ফাইনালে হেরেছিল। তার জন্য দুর্ভাগ্যজনক হলেও আমাদের জন্য আনন্দের বিষয়, সে দক্ষিণ আমেরিকার একটি দলের বিপক্ষে বিশ্বকাপ হেরেছে।'

এছাড়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ল্যাটিন আমেরিকার দলগুলো বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে থাকে। ভূপৃষ্ঠ থেকে ৬০০০ মিটার উচ্চতাতেও খেলতে হয়। সেখানে ইউরোপীয় দলগুলো খেলতে দেখতে আন রাফিনহা, 'দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে আমরা যে মাঠে যাই, আমি দেখতে চাই সেই মাঠে ইউরোপীয় দলগুলোকে খেলতে যেতে। আমি দেখব সেখানে এটা সহজ নাকি কঠিন।'

তবে এমবাপের মতামত নিয়ে বেশি চিন্তিত হতে চান রাফিনহা। এটা তার একান্তই ব্যক্তিগত মতামত জানিয়ে বলেন, 'প্রত্যেকে নিজে যা মনে করে তাই বলে। এটি এমবাপের মতামত এবং সে যা মনে করেন তা বলতে পারে, এটা আমি পরিবর্তন করতে পারি না।'

এর আগে এমবাপের মন্তব্যের জবাব দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও, 'ইউরো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলে না, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল খেলে না, দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে খেলে না। এতগুলো বিশ্ব চ্যাম্পিয়নকে ছাড়া ইউরো সবচেয়ে কঠিন? বিশ্বকাপে সেরা দলগুলো খেলে। সব বিশ্ব চ্যাম্পিয়নরা সাধারণত খেলে। এই কারণে সবাই বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায়।'

Comments

The Daily Star  | English

12,000 bhori gold missing from Samabaya Bank: LGRD adviser

Adviser to the Ministry of Local Government and Rural Development (LGRD) AF Hassan Ariff has said that a significant portion of the assets belonging to the Samabaya Bank have been illegally captured. Those who were once associated with the bank have now taken possession of its properties

10m ago