ইউরো ২০২৪

নাক ভেঙে যাওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে অনিশ্চিত এমবাপে

Kylian Mbappe

ম্যাচের তখন একদম শেষ দিক। লাফিয়ে উঠে হেড মারতে গিয়ে অস্ট্রিয়ার ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষ লাগে কিলিয়ান এমবাপের। এতে নাকে প্রচণ্ড আঘাত পান তিনি, ঝরতে থাকে রক্ত। পরে জানা যায় নাক ভেঙেছে ফ্রান্স অধিনায়কের। এতে করে নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচে অনিশ্চিত এই তারকা।

ডাসেলডার্ফ অ্যারেনায় সোমবার রাতে আত্মঘাতি গোলে অস্ট্রিয়াকে হারায় ফ্রান্স। স্বস্তির জয়ের পর অস্বস্তির আবহ ফ্রান্স দলে। কারণ দলের সেরা তারকা ও অধিনায়ক এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় কোচ দিদিয়ের দেশম। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, 'তার (এমবাপে) নাকের অবস্থা ভালো না। মেডিকেল দল কাজ করছে। অপেক্ষা করত হবে কতদিন লাগে। এটা আমাদের জন্য নেতিবাচক খবর। তাকে নিয়ে ফ্রান্স ও তাকে ছাড়া ফ্রান্স এক নয়।'

আগামী শুক্রবার নেদারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে ফ্রান্স। এই ম্যাচে এমবাপের খেলা যে অনিশ্চিত তা দেশমের কথায় পরিষ্কার।

তবে এক-দুই ম্যাচ অনিশ্চিত থাকলেও গোটা টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা নেই। ফ্রান্স ফুটবল ফেডারেশন সভাপতি ফিলিপ দিয়ালো জানিয়েছন, ভাঙলেও এমবাপের নাকে অস্ত্রোপচার লাগবে না। এক ধরণের বিশেষ মাস্ক পরে খেলতে পারবেন তিনি।

এক্স একাউন্টে টুইট করে এমবাপেও দিয়েছেন মাস্ক পরার আভাস। তিনি জানতে চেয়েছেন মাস্ক নিয়ে কারো কোন ধারণা আছে কিনা।

হেড করতে গিয়ে আঘাত লেগে এমবাপে যখন পড়ে যান তখন অস্ট্রিয়ার খেলোয়াড়রা সময় ক্ষেপণের অভিযোগ করেন। রেফারিও কিছু না বুঝে এমবাপেকে দেখান হলুদ কার্ড। পরে দেখা যায় আসলেই বেশ বড় রকমের আঘাতই পেয়েছিলেন তিনি।

এদিকে জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কোচ দেশমের, 'খেলোয়াড়রা অনেকগুলো সুযোগ হাতছাড়া করলেও জেতায় খুশি। জয় দিয়ে শুরু করতে পারা স্বস্তির, যদিও স্কোরলাইন অনেক ভালো হতে পারত।'

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

13h ago