জর্জিয়ার বিপক্ষে বিশ্রাম নিচ্ছেন না রোনালদো

রোনালদোকে ছাড়া দলের অন্য সব খেলোয়াড়দের পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছেন পর্তুগালের কোচ রবার্টো মার্টিনেজ

আগের দুই ম্যাচ জিতে এরমধ্যেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেছে পর্তুগালের। নাটকীয় কিছু না হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও অনেকটাই নিশ্চিত। কিন্তু তারপরও ৩৯ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদো খেলবেন জর্জিয়ার বিপক্ষে। তাকে ছাড়া দলের অন্য সব খেলোয়াড়দের পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছেন পর্তুগালের কোচ রবার্টো মার্টিনেজ।

আজ বুধবার রাতে জার্মানির অ্যারেনা অফশালকেতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে 'এফ' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জর্জিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। এর আগে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে ১-০ এবং তুরস্কের বিপক্ষে ৩-০ গোলের জয়ে নকআউট পর্ব নিশ্চিত হয় তাদের।

যে কারণে জর্জিয়ার ম্যাচটি তাই খুব গুরুত্বপূর্ণ নয় রোনালদোদের জন্য। এই ম্যাচে তাই বিশ্রাম পেতে পারতেন এই অভিজ্ঞ তারকা। কিন্তু তাকে নিয়েই এই ম্যাচের জন্য একাদশ গঠন করা হবে বলে জানিয়েছেন কোচ মার্টিনেজ, 'আমি বলতে পারি যে আগামীকাল (আজ) অধিনায়ক শুরুর একাদশে থাকবে।'

'এটা গুরুত্বপূর্ণ যে সে খেলবে, সে শুধুমাত্র একটি প্রস্তুতিমূলক খেলা খেলেছে, তার একটি খুব ধারাবাহিক মৌসুম ছিল, সে প্রতিটি ম্যাচই খেলেছে এবং তার অনেক মিনিট ছিল এবং আমি মনে করি যে প্রতিযোগিতামূলক ছন্দ ধরে রাখতে থেমে যাওয়া ঠিক নয় এবং ছয় দিনের মধ্যে আবার সক্রিয় হতে হবে,' যোগ করেন মার্টিনেজ।

তবে রোনালদো প্রথম একাদশে খেললেও এদিন বেঞ্চের শক্তি যাচাই করবেন বলেই ইঙ্গিত দিয়েছেন এই কোচ। রোনালদোর সঙ্গে অবশ্য আগের ম্যাচে খেলা গোলরক্ষক দিয়াগো কস্তা খেলবেন বলে জানান তিনি, 'অধিনায়ক এবং দিয়োগো কস্তা দুইজন খেলোয়াড় যারা শুরুর একাদশে আছেন।'

জর্জিয়ার বিপক্ষে পর্তুগালের সম্ভাব্য একাদশ

দিয়াগো কস্তা; নেলসন সেমেদো, আন্তনিও সিলভা, দানিলো পেরেইরা, দিয়াগো দালত; জোয়াও পালহিনহা, জোয়াও নেভেস, ম্যাথিয়াস নুনেস; জোয়াও ফেলিক্স, ক্রিস্তিয়ানো রোনালদো, চিকো কনসিসাও।

Comments