'দোনারুম্মা থাকলে গোলবার ছোট দেখায়'

ক্রোয়েশিয়ার তিন তিনটি নিশ্চিত সুযোগ নষ্ট করে দেন জিয়ানলুইজি দোনারুম্মা। যেখানে রয়েছে একটি পেনাল্টি শটও। শেষ পর্যন্ত কোনোমতে তাদের বিপক্ষে ড্র করে নকআউট পর্বে নাম লেখায় ইতালি। আর স্পেনের বিপক্ষে তো সেভ করেছিলেন ৮টি। অনেকদিন থেকেই ইতালির গোলবারে বিশ্বস্ত নাম পিএসজির এই গোলরক্ষক। আর এই গোলরক্ষকের পারফরম্যান্সে দারুণ উচ্ছ্বসিত দেশটির সাবেক গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গা।

২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ইতালির একমাত্র ধারাবাহিক পারফর্মার এই দোনারুম্মা। প্রতি ম্যাচেই দুর্দান্ত খেলেছেন তিনি। তার পারফরম্যান্সে মুগ্ধ জেঙ্গা শুক্রবার ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আপনি যখন জিজোর (দোনারুম্মা) মুখোমুখি হবেন, আপনি ভাবতে পারেন: "গোলবার এতো ছোট কেন?"'

ইতালির গোলবারে যেমন দোনারুমা বিশ্বস্ত নাম, তেমনি সুইজারল্যান্ডে ইয়ান সোমার। এই দুই গোলরক্ষকের তুলনা করতে গিয়ে জেঙ্গা বলেন, 'সোমার দর্শনীয় নাও হতে পারে, কিন্তু সে দক্ষ। সে সর্বদাই সেখানে রয়েছে। তার দোনারুম্মার মতো একই কাঠামো নেই, তবে এর কোনো সীমানা নেই। বিপরীতে, এটি তাকে এমন কিছু জিনিস আছে যেখানে সে আরও ভালো করতে পারে।'

তবে সোমারের উন্নতির আর কোনো জায়গা দেখছেন না জেঙ্গা, 'সোমার তার শিখরে পৌঁছেছে। আমার মনে হয় না সে আর খুব একটা উন্নতি করবে, তবে সব কোচই তাকে পছন্দ করে কারণ সে ধারাবাহিক।' অন্যদিকে দোনারুম্মা আরও উন্নতি করতে পারে বলে মনে করেন তিনি, 'তার পজিশন সেন্স নিয়ে উন্নতির জায়গা আছে, বিশেষ করে যখন যে নির্দিষ্ট ক্রসের মুখোমুখি হয়।'

২০২১ সালে ফ্রি ট্রান্সফারে এসি মিলান ছেড়ে পিএসজিতে যোগ দেন দোনারুম্মা। তাতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি অনেক ভক্তরাই ইতালি দলে চাননি তাকে। তবে এখন সেই গোলরক্ষকই ইতালির আস্থা বলে জানান জেঙ্গা, 'সে ইউরোর আগে সমালোচিত ছিল, এখন সে দেশের ত্রাণকর্তা। সে সবসময় খুব ভারসাম্যপূর্ণ। তার ৬৫টি আন্তর্জাতিক ক্যাপ রয়েছে এবং ৩৪ বছর বয়সী একজন গোলরক্ষকের মতো ক্লাব ম্যাচগুলোতে খেলেছেন, কিন্তু তার বয়স ২৫।'

নিজেদের মধ্যকার লড়াইয়ে সবশেষ দুটি ম্যাচেই সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করেছে ইতালি। তাই এই ম্যাচও গড়াতে পারে টাই-ব্রেকারে। এমন হলে কোন দল এগিয়ে থাকবেন জানতে চাইলে জেঙ্গা বলেন, 'সোমার খারাপ নয়। কিন্তু ইতালির অবশ্যই একটি মনস্তাত্ত্বিক সুবিধা থাকতে পারে কারণ যে সুইজারল্যান্ডের হয়ে পেনাল্টি কিক নেবে সে ভাববে, "আমি এখন কোথায় কিক করব?"'

Comments

The Daily Star  | English

Tk 707cr spent in 9yrs, dengue still ravages Dhaka

This year, DNCC proposed Tk 135 crore budget and DSCC Tk 46.50 crore for mosquito-control activities.

8h ago