রদ্রিকে এখনই ব্যালন ডি’অর দিতে চান স্পেন কোচ

Rodri

ইউরো কাপে পুরো আসর জুড়ে দারুণ ফুটবল উপহার দেন রদ্রি। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে চোটের কারণে প্রথমার্ধের পর আর খেলতে পারেননি। তবে গোটা টুর্নামেন্টের পারফরম্যান্সে তিনিই হয়েছেন সেরা খেলোয়াড়। এই মিডফিল্ডারকে তাই ব্যালন ডি'অরের জন্য সবচেয়ে যোগ্য মনে করছেন স্পেনের কোচ লুইস দে লে ফন্তে।

রোববার রাতে ২-১ গোলে স্পেনকে হারিয়ে শিরোপা জয় নিশ্চিত করে স্পেন। এবার ইউরো কাপে অসাধারণ যাত্রা ছিলো স্পেনের। শুরুতেই ক্রোয়েশিয়াকে উড়িয়ে দেয় তারা। এরপর ইতালি, আলবেনিয়া, জর্জিয়াকে হারানোর পর শক্তিশালী জার্মানি, ফ্রান্স ও ইংল্যান্ডকে পর পর হারিয়ে জিতে নেয় শিরোপা।

ফাইনালের পথে দলের প্রাণ ভোমরা ছিলেন রদ্রি। মাঝ মাঠ থেকে তিনি গড়ে দেন ম্যাচের মোড় ঘোরানো অনেক মুহূর্তের।

রদ্রির পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে এখনই ব্যালন ডি'অর দিয়ে দিতে চান দে লে ফন্তে,  'আমি মনে করি রদ্রি বিশ্বের সেরা ফুটবলার। দয়াকরে ওকে এখনই ব্যালন ডি'অর দিয়ে দেন।'

ইউরো ও কোপা আসরের আগে ব্যালন ডি'অর জেতায় সবচেয়ে এগিয়ে ছিলেন দুই রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়র। ভিনিসিয়ুস কোপায় ব্রাজিলের হয়ে এক ম্যাচে জোড়া গোল করলেও কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি নিষেধাজ্ঞায়। বেলিংহ্যাম ইউরোতে মোড় ঘোরানো এক গোল করেছেন। ফাইনাল পর্যন্ত তাকে দারুণ ফুটবল খেলতে দেখা গেছে। যদিও তার দল টুর্নামেন্ট জেতেনি।

এদিকে ম্যানচেস্টার সিটিকে আগের মৌসুমে ট্রেভল জেতাতে বড় ভূমিকা রাখেন রদ্রি। এবার প্রিমিয়ার লিগ জয়েও তাই। স্পেনের হয়ে ইউরো জেতায় বলেন সেরা খেলোয়াড়।

তবে বর্ষসেরা ফুটবলারের প্রসঙ্গে না এসে আপাতত উপভোগের মন্ত্রে ভাসছেন তিনি, 'কী রোমাঞ্চকর দিন গেল। নিশ্চিতভাবেই আমার খেলোয়াড়ি জীবনের সেরা দিন। আমরা একটা পরিবারের মতন খেলেছি। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হলাম। কাজটা কঠিন হলেও পেরেছি। ইউরোর ইতিহাসের সেরা আমরা।'

ইউরো জেতার পথে চারটি বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়েছে স্পেন। এখানেই দলের কৃতিত্ব বেশি দেখেন রদ্রি, 'চ্যাম্পিয়ন হওয়ার পথে চার বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েছে আমরা। মানসিকতা দুর্দান্ত। আমরা বয়সভিত্তিক ধাপেও সেরা হয়েছিল। এখনো আমরা ইউরোপের সেরা।'

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

10h ago