বিশ্বকাপের আগে জোতাকে নিয়ে দুঃসংবাদ পেল পর্তুগাল

পায়ের মাংসপেশির চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেল দিয়োগো জোতার।
ছবি: টুইটার

২০২২ কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র এক মাসের মতো বাকি আছে। এমন অবস্থায় ক্রিস্তিয়ানো রোনালদোর দল পর্তুগাল পেল দুঃসংবাদ। পায়ের মাংসপেশির চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেল দিয়োগো জোতার। লিভারপুলের এই ফরোয়ার্ডের ছিটকে যাওয়া নিঃসন্দেহে পর্তুগিজদের জন্য বড় ধাক্কা।

মঙ্গলবার জোতার বিশ্বকাপ খেলার স্বপ্ন নস্যাৎ হয়ে যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুলের এই জার্মান কোচ জানিয়েছেন, তার শিষ্যের চোট বেশ গুরুতর। পায়ে অস্ত্রোপচার না লাগলেও বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ অ্যানফিল্ডে আসরের শিরোপাধারী ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারায় লিভারপুল। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন জোতা। তার চেহারা দেখেই অনুমান করা যাচ্ছিল যে খারাপ কিছুর জোরালো শঙ্কা রয়েছে। ঘটেছেও সেটাই।

জোতার চোট নিয়ে সংবাদ সম্মেলনে সময়ের অন্যতম সেরা কোচ ক্লপ বলেছেন, 'সত্যিই কোনো সুখবর নেই। হ্যাঁ, সে বিশ্বকাপ মিস করবে। পায়ের মাংসপেশিতে সে বেশ গুরুতর আঘাত পেয়েছে। এখন তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হচ্ছে। এই হলো ঘটনা।'

শিষ্যের মাঠে ফেরার ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না তিনি, 'বাকি সবকিছু আগামী কয়েক দিনের মধ্যে জানা যাবে। ছেলেটার জন্য, আমাদের জন্য ও পর্তুগালের জন্য অত্যন্ত দুঃখজনক একটি খবর এটি। আমি তার ফেরার ব্যাপারে কোনো সময় বেঁধে দিতে চাই না। অনেক সময় লাগবে।'

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলে ১০ গোল করেছেন জোতা। সম্প্রতি পুরো ফিটনেস ফিরে পেয়েছিলেন তিনি। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে চলমান ২০২২-২৩ মৌসুমের প্রথম কয়েক সপ্তাহে তাকে পাওয়া যায়নি। এবার আরও করুণ পরিণতি হয়েছে তার। এর আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লিভারপুলের কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ।

ক্লপ জানিয়েছেন, খারাপ খবরকে জোতা নিয়েছেন সহজভাবে, 'এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, অবিশ্বাস্য শোনালেও জোতা মানসিকভাবে ঠিক আছে। সে স্মার্ট ছেলে। যখন তাকে মাঠ থেকে বাইরে নেওয়া হচ্ছিল, তখনই সে চোটের তীব্রতা বুঝতে পেরেছিল।'

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

8h ago