বিশ্বকাপের প্রস্তুতি নিতে পিএসজির কাছে ছুটি চেয়েছেন মেসি
কাতারেই হতে পারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। অধরা এ শিরোপা উঁচিয়ে ধরার শেষ সুযোগ। তাই প্রস্তুতিটা জমাট ভাবেই নিতে চান এ মহাতারকা। যে কারণে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের কাছে ছুটি চেয়েছেন রেকর্ড সাত বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা। এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক আন্দ্রেস ইয়োসেন।
আজ বুধবার রাতেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জুভেন্তাসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এ ম্যাচের স্কোয়াডে আছেন মেসি। বিশ্বকাপ শুরুর আগে লিগ ওয়ানের হয়ে খেলতে হবে আরও দুটি ম্যাচে। ৬ নভেম্বর লরিয়েঁর বিপক্ষে নামার পর ১৩ নভেম্বর খেলতে হবে অ্যাজারের বিপক্ষে। অথচ বিশ্বকাপ গড়াবে ২০ নভেম্বর।
পিএসজির হয়ে অ্যাজারের বিপক্ষে মাঠে নামলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে এক সপ্তাহও সময় মিলবে না মেসির। যে কারণে আগামী সপ্তাহে ছুটিতে যেতে চান তিনি। লরিয়েঁর বিপক্ষে খেলার পরপরই দেশে ফেরার জন্য কোচ বরাবর আবেদন করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
সংবাদ অনুযায়ী, ছুটি পেতে যাচ্ছেনও মেসি। কারণ পিএসজির সঙ্গে চুক্তি করার সময়েই জাতীয় দলকে প্রাধান্য দেওয়ার বিষয়টি উল্লেখ রেখেছিলেন তিনি। চুক্তি অনুযায়ী, আর্জেন্টিনার হয়ে অফিশিয়াল ম্যাচ কিংবা প্রীতি যে কোনো ধরণের ম্যাচের আগে চাইলে ছুটি পাবেন এ তারকা।
আর এবারের বিশ্বকাপে ভালো করতে যে মরিয়া হয়ে উঠেছেন মেসি তা সাম্প্রতিক সময়ের সাক্ষাৎকারে প্রকাশ করেছেন। কদিন আগেই ডিরেক্টটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'আমরা মুখিয়ে রয়েছি, আমরা লড়াই করতে যাচ্ছি, আমরা কাউকে ভয় পাই না কারণ আমরা যে কারও বিপক্ষে খেলতে প্রস্তুত, তবে মনের শান্তি নিয়ে।'
Comments