বিশ্বকাপে অনিশ্চিত দ. কোরিয়ার সন
আর কিছু দিন পরই কাতারে শুরু হতে যাচ্ছে এবারের ফিফা বিশ্বকাপ। এর আগে বড় ধাক্কা খেয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া। চোখে চোট পেয়েছেন দলের সেরা তারকা সন হিউং-মিন। লাগে অস্ত্রোপচারও। ফলে কাতার বিশ্বকাপে তার থাকা নিয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে।
গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইয়ের বিপক্ষে টটেনহ্যামের ২-১ গোলের জয়ের ম্যাচে চোট পান হিউং-মিন। ম্যাচের ২৩তম মিনিটে আঘাত পান এ ফরোয়ার্ড। এরপর মাঠে প্রাথমিক শুশ্রূষা দেওয়ার পর তুলে নেওয়া হয় ৩০ বছর বয়সী এ ফরোয়ার্ডকে।
এক বিবৃতিতে টটেনহ্যাম কর্তৃপক্ষ জানায়, 'অস্ত্রোপচারের পরে, সন আমাদের মেডিকেল কর্মীদের সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে এবং আমরা সমর্থকদের যথাসময়ে এ বিষয়ে আরও আপডেট জানাব।' তবে কবে নাগাদ সম্পূর্ণ সুস্থ হতে পারবেন সন তা জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।
২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে প্রায় একইভাবে চোখে ও নাকে আঘাত পেয়েছিলেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা। তবে শঙ্কা নিয়েও খেলেছিলেন এ বেলজিয়ান মিডফিল্ডার।
আগামী ২২ নভেম্বর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। এই গ্রুপে রয়েছে পর্তুগাল ও ঘানা। সনকে না পেলে নিঃসন্দেহে বড় ধাক্কাই হবে দলটির জন্য।
Comments