বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির ভের্নার

চেলসির হয়ে নিয়মিত একাদশে জায়গা না পাওয়ায় জাতীয় দলে জায়গাটা নড়বড়ে হয়ে গিয়েছিল টিমো ভের্নারের। বিশ্বকাপকে সামনে রেখে ছন্দে ফিরতে মৌসুমের শুরুতে ফিরে যান পুরনো ঠিকানা আরবি লাইপজিগে। আর পুরনো ক্লাবে ফিরেই নিজের চেনা ছন্দে ফিরেছেন এ ফরোয়ার্ড। কিন্তু সেই বিশ্বকাপেই যাওয়া হচ্ছে না তার।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে চোটে পড়েন ভের্নার। ম্যাচের ১৩তম মিনিটে চোট পেলে প্রাথমিক শুশ্রূষার পর কিছুক্ষণ মাঠে ছিলেন তিনি। পরে ১৯তম মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দিয়ে ভের্নারের চোটের বিষয়টি জানায় লাইপজিগ। পরীক্ষায় তাঁর চোট গুরুতর দেখতে পাওয়ার কারণে ২০২২ সালের বাকি সময়ে ভের্নার আর মাঠে ফিরতে পারবেন না বলে জানায় ক্লাবটি।

হতাশা প্রকাশ করে জার্মানির কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, 'এই খবরটি অত্যন্ত তিক্তদায়ক। ব্যক্তিগতভাবে আমার টিমোর জন্য খুব খারাপ লাগছে। কারণ সে বিশ্বকাপ মিস করবে যার জন্য সে মরিয়া হয়ে খেলতে চেয়েছিল।'

সামাজিকমাধ্যম টুইটারে নিজেও বিষয়টি জানান ভের্নার, 'আমার জন্য ব্যাপারটা মেনে নেওয়া খুবই কঠিন। তবু আগামী কয়েক সপ্তাহ আমাকে মাঠের বাইরে থাকতে হবে। বিশ্বকাপ মিস করব। দুর্ভাগ্যজনকভাবে বিছানায় থেকে জার্মানি ও লাইপজিগকে সমর্থন করে যেতে হবে আমার।'

জার্মানির জার্সিতে এখন পর্যন্ত ৫৫ ম্যাচে খেলে ২৪ গোল দিয়েছেন ভের্নার। চলতি মৌসুমে লাইপজিগের হয়ে ১৬ ম্যাচ, খেলে গোল দিয়েছেন ৯টি।

আগামী ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে জার্মানির। এরপর ২৮ নভেম্বর স্পেন এবং ২ ডিসেম্বর কোস্টারিকার বিপক্ষে পরবর্তী দুই ম্যাচ খেলবে দলটি।

Comments

The Daily Star  | English

3 killed in Iranian missile strike on southern Israel, says MDA

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago