মাঠে ফিরেছেন দি মারিয়া, অপেক্ষায় দিবালা

কাতারে আগামী ২০ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের ফিফা বিশ্বকাপ। তবে এর আগে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টাইনরা। একের পর এক খেলোয়াড়দের ইনজুরি কপালে ভাঁজ ফেলে দিয়েছে কোচ লিওনেল স্কালোনির কপালে। তবে স্বস্তির বিষয় একে একে মাঠে ফিরছেন তারকা ফুটবলাররা।

কাতারে আগামী ২০ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের ফিফা বিশ্বকাপ। তবে এর আগে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টাইনরা। একের পর এক খেলোয়াড়দের ইনজুরি কপালে ভাঁজ ফেলে দিয়েছে কোচ লিওনেল স্কালোনির কপালে। তবে স্বস্তির বিষয় একে একে মাঠে ফিরছেন তারকা ফুটবলাররা।

সিরিআয় আগের দিন গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জিতেছে জুভেন্তাস। সে ম্যাচের ৮১তম মিনিটে ফ্যাবিও মিরেত্তির বদলি হিসেবে মাঠে নামেন আনহেল দি মারিয়া। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যাকাবি হাইফার বিপক্ষে ঊরুর পেশিতে চোট পেয়েছিলেন এ আর্জেন্টাইন।

দি মারিয়ার মতো চোট কাটিয়ে উঠেছেন দিবালাও। অপেক্ষা করছেন মাঠে ফেরার। আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণার দিন রোমার হয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ক্লাবটির কোচ জোসে মরিনহো। গত মাসে সিরি আর ম্যাচে লিসের বিপক্ষে ঊরুতে টান লাগে তার।

আর্জেন্টাইনদের মহা দুশ্চিন্তার খবর চোটাক্রান্ত দলের সেরা তারকা লিওনেল মেসিও। ফের গোড়ালির চোটে পড়েছেন এ মহাতারকা। যে কারণে চলতি সপ্তাহে লোরিওঁর বিপক্ষে মাঠে নামেননি তিনি। তবে চোট খুব গুরুতর নয় বলে জানিয়েছে তার ক্লাব পিএসজি। এ সপ্তাহ থেকেই দলীয় অনুশীলন শুরু করতে পারবেন বলে আশা করছে ক্লাবটি।

এছাড়াও আর্জেন্টিনার মিডফিল্ডের অন্যতম ভরসা জিওভানি লো সোলসোরও রয়েছে চোট। গত সপ্তাহে লা লিগায় অ্যাতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটেই তুলে নেয়া হয় এ ভিয়ারিয়াল মিডফিল্ডারকে। পেশিতে চোট পেয়েছেন এই আর্জেন্টাইন। এ মুহূর্তে তার কোনো বিকল্প খেলোয়াড়ও নেই বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। আশা করছেন বিশ্বকাপের আগেই সেরে উঠবেন তিনি। তবে চোট কাটিয়ে উঠেছেন ভিয়ারিয়ালের আরেক আর্জেন্টাইন হুয়ান ফয়েথ।

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু হবে আর্জেন্টিনার। 'সি' গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

8h ago