বিশ্বকাপের দল ঘোষণা ওয়েলসের

কাতারে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ওয়েলস। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন দলটির প্রধান কোচ রব পেজ। যথারীতি দলটির নেতৃত্ব দিবেন অভিজ্ঞ ফুটবলার গ্যারেথ বেল।

হ্যামস্ট্রিংয়ে ইনজুরিতে দীর্ঘদিন বাইরে থাকলেও বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে নিস মিডফিল্ডার অ্যারন রামসিকে। একই ইনজুরিতে পড়ে গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে থাকা সোয়ানসি সিটির মিডফিল্ডার জো অ্যালানকেও নেওয়া হয়েছে বিশ্বকাপ দলে।

আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। তবে দ্বিতীয় দিনে মাঠে নামবে ওয়েলস। ২১ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ৬৪ বছর পর ফের বিশ্বকাপে খেলবে দলটি। এই গ্রুপের অপর দুটি দল ইরান ও ইংল্যান্ড।

ওয়েলসের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: ওয়েন হেনেসি (নটিংহাম ফরেস্ট), ড্যানি ওয়ার্ড (লেস্টার সিটি), অ্যাডাম ডেভিস (শেফিল্ড ইউনাইটেড)।

ডিফেন্ডার: বেন ডেভিস (টটেনহ্যাম হটস্পার), বেন কাবাঙ্গো (সোয়ানসি সিটি), টম লকিয়ার (লুটন টাউন), জো রোডন (রেনেঁ), ক্রিস মেফান (বোর্নমাউথ), ইথান আমপাদু (স্পেজিয়া), ক্রিস গুন্টার (উইম্বলডন), নিকো উইলিয়ামস (নটিংহাম ফরেস্ট), কনর রবার্টস (বার্নলি)।

মিডফিল্ডার: সোর্বা থমাস (হাডার্সফিল্ড টাউন), জো অ্যালেন (সোয়ানসি সিটি), ম্যাথু স্মিথ (মিল্টন কেইনস ডনস), ডিলান লেভিট (ডান্ডি ইউনাইটেড), হ্যারি উইলসন (ফুলহ্যাম), জো মরেল (পোর্টসমাউথ), জনি উইলিয়ামস (সুইন্ডন টাউন), অ্যারন রামসি (নিস), রুবিন কলউইল (কার্ডিফ সিটি)।

ফরোয়ার্ড: গ্যারেথ বেল (লস অ্যাঞ্জেলেস এফসি), কিফার মুর (বোর্নমাউথ), মার্ক হ্যারিস (কার্ডিফ সিটি), ব্রেনান জনসন (নটিংহাম ফরেস্ট), ড্যান জেমস (ফুলহ্যাম)।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago