ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ম্যাডিসন

সেই ২০১৯ সালে ইংল্যান্ডের হয়ে একটি ম্যাচ খেলতে পেরেছিলেন জেমস ম্যাডিসন। এরপর আর জাতীয় দলে জায়গা হয়নি তার। তবে চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকায় আলোচনা ছিল তাকে নিয়ে। শেষ পর্যন্ত জায়গা মিলেছে তার। বিশ্বকাপের স্কোয়াডে ম্যাডিসনকে নিয়েই কাতার যাচ্ছে ইংলিশ দলটি।

সেই ২০১৯ সালে ইংল্যান্ডের হয়ে একটি ম্যাচ খেলতে পেরেছিলেন জেমস ম্যাডিসন। এরপর আর জাতীয় দলে জায়গা হয়নি তার। তবে চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকায় আলোচনা ছিল তাকে নিয়ে। শেষ পর্যন্ত জায়গা মিলেছে তার। বিশ্বকাপের স্কোয়াডে ম্যাডিসনকে নিয়েই কাতার যাচ্ছে ইংলিশ দলটি।

বৃহস্পতিবার কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট।

লেস্টার সিটির হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেন ম্যাডিসন। এই মৌসুমে ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে করেছেন ৬টি গোল।। একই সঙ্গে চারটি গোলে সহায়তাও করেছেন। সে পারফরম্যান্সের ফলাফল পেলেন ২৫ বছর বয়সী এ মিডফিল্ডার।

ইনজুরির কারণে সুযোগ মিলেনি চেলসির দুই ফুলব্যাক বেন চিলওয়েল এবং রিস জেমসের। জায়গা হয়নি আলোচনায় থাকা এসি মিলানের ডিফেন্ডার ফিকায়ো টোমোরি ও ব্রেন্টফোর্ডের ইভান টনির। এছাড়া ওয়েস্টহ্যামের মিডফিল্ডার জারোড বোয়েন ও রোমার ফরোয়ার্ড টমি আব্রাহামকেও দলে রাখেননি সাউথগেট।  

কাঁধের সমস্যা নিয়ে দুই মাস বাইরে থেকে ফিরে আসা ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ক্যালভিন ফিলিপস দলে রয়েছেন। ছন্দহীনতায় ভুগতে থাকা সেন্ট্রাল-ব্যাক হ্যারি ম্যাগুইরও সুযোগ পেয়েছেন।

ইংল্যান্ডের বিশ্বকাপ দল

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড (এভারটন), নিক পোপ (নিউক্যাসল), অ্যারন রামসডালে (আর্সেনাল)

ডিফেন্ডার: হ্যারি ম্যাগুইর (ম্যানচেস্টার ইউনাইটেড), লুক শ (ম্যানচেস্টার ইউনাইটেড), এরিক ডিয়ের (টটেনহ্যাম), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি), কাইরান ট্রিপিয়ার (নিউক্যাসল), কনর কোডি (এভারটন), বেন হোয়াইট (আর্সেনাল), ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল)

মিডফিল্ডার: জুড বেলিংহাম (বরুশিয়া ডর্টমুন্ড), ম্যাসন মাউন্ট (চেলসি), কনর গ্যালাঘের (চেলসি), ডেক্লান রাইস (ওয়েস্টহ্যাম), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), কালভিন ফিলিপস (ম্যানচেস্টার সিটি)

ফরোয়ার্ড: জেমস ম্যাডিসন (লেস্টার), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), জ্যাক গ্রিলিশ (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (টটেনহ্যাম), বুকায়ো সাকা (আর্সেনাল), রাহিম স্টার্লিং (চেলসি), ক্যালাম উইলসন (নিউক্যাসল), মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড)।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago