লুকাকু-হ্যাজার্ড-ডি ব্রুইনাদের নিয়ে বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড
হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন রোমেলু লুকাকু। বর্তমানে মাঠের বাইরে আছেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের এই তারকা স্ট্রাইকার। তবে তাকে নিয়েই কাতার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বেলজিয়াম। পাশাপাশি এই দলে অনুমিতভাবে আছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা।
বৃহস্পতিবার আসন্ন কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বেলজিয়ান কোচ রবার্তো মার্তিনেজ।
লুকাকু, হ্যাজার্ড, ডি ব্রুইনাদের পাশাপাশি অভিজ্ঞ ও নিয়মিত তারকাদের সবাই সুযোগ পেয়েছেন দলে। তাদের মধ্যে আছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া; ডিফেন্ডার ইয়ান ভেরটনগেন, টবি অ্যাল্ডারভেইরাল্ড, থমাস মুনিয়ের ও টিমোথি কাস্টানিয়ে; মিডফিল্ডার অ্যাক্সেল ভিটসেল, ইউরি টিলেমানস ও ইয়ানিক কারাসকো এবং ফরোয়ার্ড ড্রিস মার্টেন্স, মিচি বাতশুয়াই ও চার্লস ডি কেটেলিয়ার।
আগামী বিশ্বকাপে 'এফ' গ্রুপে খেলবে বেলজিয়াম। এই গ্রুপে আছে সবশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে রানার্সআপ হওয়া ক্রোয়েশিয়া। মার্তিনেজের শিষ্যদের বাকি দুই প্রতিপক্ষ মরক্কো ও কানাডা। আগামী ২৪ নভেম্বর কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে ফুটবলের মহাযজ্ঞে নিজেদের অভিযান শুরু করবে তারা।
বেলজিয়াম স্কোয়াড:
গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সিমন মিনিওলে, কোয়েন ক্যাসটিলস;
ডিফেন্ডার: ইয়ান ভেরটনগেন, টবি অ্যাল্ডারভেইরাল্ড, লিয়েন্ডার ডেনডনকার, জেনো ডেবাস্ট, আর্থার থিয়েট, ওউট ফেস, টিমোথি কাস্টানিয়ে, থমাস মুনিয়ের;
মিডফিল্ডার: হ্যান্স ভানাকেন, অ্যাক্সেল ভিটসেল, ইউরি টিলেমানস, আমাডু ওনানা, কেভিন ডি ব্রুইনা, ইয়ানিক কারাসকো, থরগ্যান হ্যাজার্ড;
ফরোয়ার্ড: রোমেলু লুকাকু, মিচি বাতশুয়াই, লোইস ওপেন্ডা, চার্লস ডি কেটেলিয়ার, এডেন হ্যাজার্ড, জেরেমি ডকু, ড্রিস মার্টেন্স, লেয়ান্দ্রো ট্রোসার্ড।
Comments