পোল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে লেভানদোভস্কি-জিয়েলিন্সকি-শেজনি
আসন্ন কাতার বিশ্বকাপের জন্য ঘোষণা করা হয়েছে ২৬ সদস্যের পোল্যান্ড ফুটবল দল। অনুমিতভাবেই স্কোয়াডে আছেন স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি, মিডফিল্ডার পিওতর জিয়েলিন্সকি ও গোলরক্ষক ভোইচেখ শেজনির মতো তারকারা।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পোলিশ কোচ জেস্ল মিচনিভিচ দল ঘোষণা করেছেন। বার্সেলোনার লেভানদোভস্কি, নাপোলির জিয়েলিন্সকি ও জুভেন্তাসের শেজনির পাশাপাশি স্কোয়াডে আছেন অ্যাস্টন ভিলার দুই ডিফেন্ডার ম্যাটি ক্যাশ ও ইয়ান বেডনারেক এবং জুভেন্তাসের ফরোয়ার্ড আরকাদিউস মিলিক ও সালেরনিতানার ফরোয়ার্ড ক্রিস্তফ পিয়াতেক।
কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপে 'সি' গ্রুপে খেলবে পোল্যান্ড। আগামী ২২ নভেম্বর ফুটবলের মহাযজ্ঞে নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে মেক্সিকোর। এই গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সৌদি আরব।
পোল্যান্ড ফুটবল স্কোয়াড:
গোলরক্ষক: ভোইচেখ শেজনি (জুভেন্তাস), বার্তোমিয়েই দ্রাগাওভস্কি (স্পেজিয়া), লুকাস স্কোরাপস্কি (বোলোনিয়া);
ডিফেন্ডার: ইয়ান বেডনারেক (অ্যাস্টন ভিলা), কামিল গ্লিক (বেনেভেন্তো), রবার্ত গামনি (অগসবুর্গ), আর্থার ইয়েদ্রেজিক (লেগিয়া ওয়ারশ), ইয়াকব কিভিওর (স্পেজিয়া), মাতেয়াস ভিয়েতেস্কা (ক্লেমোঁ), বার্তোস বেরেশিন্সকি (সাম্পদোরিয়া), ম্যাটি ক্যাশ (অ্যাস্টন ভিলা), নিকোলা জালেভস্কি (রোমা);
মিডফিল্ডার: ক্রিস্টিয়ান বিয়েলিক (বার্মিংহ্যাম সিটি), প্রিজেমিস্ল ফ্রাঙ্কোভস্কি (লেঁস), কামিল গ্রসিস্কি (পোগোন শেজচিন), গ্রেগর্জ ক্রিচোভিয়াক (আল-শাবাব), ইয়াকব কামিন্সকি (ভলফসবুর্গ), মিকেল স্কোরাস (লেক পোজনান), ড্যামিয়েন শিমান্সকি (এইকে এথেন্স), সেবাস্তিয়ান শিমান্সকি (ফেইনুর্ড), পিওতর জিয়েলিন্সকি (নাপোলি), শিমন জুরকোভস্কি (ফিওরেন্তিনা);
ফরোয়ার্ড: রবার্ত লেভানদোভস্কি (বার্সেলোনা), আরকাদিউস মিলিক (জুভেন্তাস), ক্রিস্তফ পিয়াতেক (সালেরনিতানা), ক্যারল সুইডারস্কি (শার্লট এফসি)।
Comments