ঘরোয়া লিগে খেলা ফুটবলারদের নিয়ে কাতারের বিশ্বকাপ স্কোয়াড

ছবি: সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক দেশটি। ২৬ সদস্যের স্কোয়াডের প্রত্যেক ফুটবলারই খেলে থাকেন সেখানকার ঘরোয়া পর্যায়ের সর্বোচ্চ স্তর কাতার স্টার্স লিগে (কিউএসএল)। বিদেশি কোনো লিগে খেলা একজন খেলোয়াড়ও নেই দলে।

আসন্ন ফুটবলের মহাযজ্ঞের জন্য শনিবার স্কোয়াড ঘোষণা করেছেন কাতারের কোচ ফেলিক্স সানচেজ। আক্রমণভাগে অনুমিতভাবেই জায়গা পেয়েছেন আলমোয়েজ আলি, আকরাম আফিফ ও হাসান আল-হাইদোসের মতো তারকারা।

বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে কাতার। আসরের উদ্বোধনী ম্যাচে আগামী ২০ নভেম্বর তারা মুখোমুখি হবে ইকুয়েডরের। 'এ' গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও সেনেগাল।

কোচ সানচেজ তার শিষ্যদের নিয়ে গত জুন থেকে স্পেন ও অস্ট্রিয়াতে প্রায় বদ্ধ পরিবেশে ক্যাম্প করছেন। ২০ বছর আগে একই কৌশল অবলম্বন করেছিল ২০০২ বিশ্বকাপের যৌথ আয়োজক দক্ষিণ কোরিয়া। সেবার তারা চমক জাগিয়ে পৌঁছেছিল আসরের সেমিফাইনালে।

কাতার বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: সাদ আল-শিব (আল-সাদ), মেশাল বারশাম (আল-সাদ), ইউসেফ হাসান (আল-গারাফা);

ডিফেন্ডার: পেদ্রো মিগুয়েল (আল-সাদ), মুসাব খোদার (আল-সাদ), তারেক সালমান (আল-সাদ), বাসসাম আল-রাওয়াই (আল-দুহাইল), বৌয়ালেম খৌকি (আল-সাদ), আবদেলকরিম হাসান (আল-সাদ), ইসমাইল মোহাম্মদ (আল-দুহাইল), হোমান আহমেদ (আল-গারাফা);

মিডফিল্ডার: জাসসেম গাবের (আল-আরাবি), আলি আসাদ (আল-সাদ), আসসিম মাদিবো (আল-দুহাইল), মোহাম্মদ ওয়াদ (আল-সাদ), সালেম আল-হাজরি (আল-সাদ), মোস্তফা তারেক মাশাল (আল-সাদ), করিম বৌদিয়াফ (আল-দুহাইল), আবদুলআজিজ হাতেম (আল-রাইয়ান);

ফরোয়ার্ড: নাইফ আল-হাদরামি (আল-রাইয়ান), আহমেদ আলালদিন (আল-গারাফা), হাসান আল-হাইদোস (আল-সাদ), আকরাম আফিফ (আল-সাদ), আলমোয়েজ আলি (আল-দুহাইল), মোহাম্মদ মুনতারি (আল-দুহাইল), খালিদ মুনির মাজিদ (আল-ওয়াকরাহ)।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

1h ago