দেখে নিন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের সূচি
বিশ্বকাপ ফুটবলে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতারে অনুষ্ঠেয় আসরে তারা খেলবে তৃতীয় শিরোপা জয়ের জন্য। সেই লক্ষ্যে মাঠে নামার আগে দল ঘোষণার কাজ সম্পন্ন করেছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।
আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে 'সি' গ্রুপে। সেখানে তাদের বাকি তিন প্রতিপক্ষ পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব। সবশেষে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টাইনরা।
শুক্রবার বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেন কোচ স্কালোনি। সেই স্কোয়াডে অনুমিতভাবেই রয়েছে এক ঝাঁক তারকার উপস্থিতি। অধিনায়ক লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেজ, রদ্রিগো দে পল, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো ও এমিলিয়ানো মার্তিনেজের পাশাপাশি দলে রাখা হয়েছে চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা পাওলো দিবালার।
আর্জেন্টিনার স্কোয়াডে তেমন কোনো চমক নেই। সাম্প্রতিক সময়ে যাদের ঘুরিয়ে-ফিরিয়ে স্কালোনি খেলিয়েছেন, তাদেরকেই তিনি নিয়েছেন বিশ্বকাপ দলে। তবে ডান পায়ের পেশিতে চোটের কারণে ফুটবলের মহাযজ্ঞ থেকে আগেই ছিটকে গেছেন জিওভান্নি লো সেলসো।
বাংলাদেশ সময় অনুসারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের সূচি:
তারিখ | বার | সময় | ম্যাচ | ভেন্যু |
২২ নভেম্বর | মঙ্গলবার | বিকাল ৪টা | আর্জেন্টিনা-সৌদি আরব | লুসাইল |
২৭ নভেম্বর | রোববার | রাত ১টা | আর্জেন্টিনা-মেক্সিকো | লুসাইল |
১ ডিসেম্বর | বৃহস্পতিবার | রাত ১টা | আর্জেন্টিনা-পোল্যান্ড | ৯৭৪ |
Comments