কাতারে খেলোয়াড়দের চোট সমস্যা নিয়ে উদ্বিগ্ন ফুটবলারদের সংগঠন
যেকোন খেলোয়াড়ের জন্য সবচেয়ে মর্যাদার মঞ্চ বিশ্বকাপ। তাই দুর্ভাগ্যবশত ইনজুরির কারণে এই সুযোগ হাতছাড়া হলে ভাঙে কষ্টের বাধ। তেমনি কাতার বিশ্বকাপে ইতোমধ্যে ছিটকে গেছেন অনেক তারকা। তবে যারা বাকি আছেন তাদের অনেকেও আছেন আসর চলাকালে চোটে পড়ার ঝুঁকিতে। আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ফিফপ্রো জানিয়েছে এমনটা।
এবারের বিশ্বকাপ আয়োজিত হচ্ছে মৌসুম চলাকালে। সাধারণত মৌসুম শেষে ফ্রি উইন্ডোতে আয়োজিত হয় এই মেগা আসর। ফলে মৌসুমের ক্লান্তি কাটিয়ে ওঠার একটা সুযোগ পান ফুটবলাররা। তবে এবার বিশ্বকাপের আগে মাত্র এক সপ্তাহ সময় পাবেন খেলোয়াড়রা। ফলে ক্লান্ত শরীরে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতার আসরে খেলতে গিয়ে অনেকেই পড়তে পারেন বিপদে এমনটাই মনে করছে ফিফপ্রো।
সংগঠনটির জেনারেল সেক্রেটারি জোনাস বেয়ার-হফম্যান ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেন, 'আমার মনে হয় ইনজুরির ঝুঁকি বেশি সেই সঙ্গে আগামী চার সপ্তাহে (খেলোয়াড়দের) অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিও রয়েছে ও সবচেয়ে বড় ম্যাচগুলো যখন মাঠে গড়াবে খেলোয়াড়রা খেলার মতো অবস্থায় নাও থাকতে পারে।'
অতীতের যেকোন বিশ্বকাপের চেয়ে কাতার বিশ্বকাপ অধিক ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও মত দেন তিনি, 'আমি মনে করি (ইনজুরির) সম্ভাবনা নিশ্চিতভাবেই বেশি (অতীতের বিশ্বকাপগুলোর চেয়ে)। হয়ত আমরা একটি দুর্দান্ত বিশ্বকাপ দেখতে পারব না কারণ খেলোয়াড়রা সব (শক্তি) সেখানেই (লিগে) খরচ করে ফেলছে ও আমরা হয়ত কিছু দেশকে জাদুকরি ফুটবল খেলতে দেখব না। কিন্তু সার্বিক পরিস্থিতি ইনজুরি ও অসুস্থতাজনিত সীমিত পারফরম্যান্সের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। এটাই বিজ্ঞান বলে।'
আগামী সপ্তাহে এমন মাঝ মৌসুমে বিশ্বকাপ আয়োজনে খেলোয়াড়দের ওয়ার্কলোর্ড নিয়ে একটি গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করবে ফিফা প্রো। ইউরোপিয়ান লিগগুলোতে খেলা প্রথম সারির ফুটবলাররা কতটা বাড়তি ওয়ার্কলোডের সম্মুখীন হবেন সেটিও থাকবে সেই প্রতিবেদনে।
Comments