কান্তে-পগবার পর ছিটকে গেলেন কিম্পেম্বেও

বিশ্বকাপের প্রাক্কালে চোট বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে দলগুলোর জন্য। ফ্রান্সের এই বিপদ যেন আরও বেশি, কিছুতেই থামছে না তাদের ফুটবলারদের চোটের মিছিল। দুই তারকা মিডফিল্ডারের পর এবার ইনজুরিতে পড়ে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বেও।

২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স কাতারেও শিরোপার অন্যতম ফেবারিট। আক্রমণভাগ নিয়ে কোনো দুশ্চিন্তা না থাকলেও দুই তারকা মিডফিল্ডার এনগোলো কান্তে ও পল পগবাকে পাবেন না ফরাসি কোচ দিদিয়ার দেশম। ইনজুরিতে আগেই ছিটকে গেছেন তারা। এবার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে নিজেই দল থেকে নাম প্রত্যাহার করে নিলেন ২৭ বছর বয়সী কিম্পেম্বে।

সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। তার বদলী হিসেবে দলে ডাক পেয়েছেন মোনাকো ডিফেন্ডার অ্যাক্সেল দিসাসি। এছাড়াও দলে নেওয়া হয়েছে জার্মান ক্লাব বরুশিয়া মনচেনগ্লাডবাখ স্ট্রাইকার মার্কাস থুরামকে। এর আগে ১০ নভেম্বর ২৫ সদস্যের দল ঘোষণা করেছিলেন কোচ দেশম।

ফ্রান্সের পরিবর্তিত বিশ্বকাপ দল

গোলরক্ষক: হুগো লরিস (টটেনহ্যাম হটস্পার), আলফোনসে আরেওলা (ওয়েস্টহ্যাম), স্টিভ মান্দান্ডা (রেনেঁ);

ডিফেন্ডার: উইলিয়াম সালিবা (আর্সেনাল), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), ডাওট উপমেকানো (বায়ার্ন মিউনিখ), রাফায়েল ভারানে (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস হার্নান্দেজ (বায়ার্ন মিউনিখ), থিও হার্নান্দেজ (এসি মিলান), অ্যাক্সেল দিসাসি (মোনাকো), বেঞ্জামিন পাভার্ড (বায়ার্ন মিউনিখ), জুলস কুন্ডে (বার্সেলোনা);

মিডফিল্ডার: ইউসুফ ফোফানা (মোনাকো), ম্যাটিও গুয়েনডোজি (মার্সেই), অ্যাড্রিয়েন রাবিওট (জুভেন্টাস), অরেলিয়ান চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), এডুয়ার্ডো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), জর্ডান ভেরেটআউট (মার্সেই);

ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমানে দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ের জিরুদ (এসি মিলান), আতোঁয়া গ্রিজমান (অ্যাতলেতিকো মাদ্রিদ), কিলিয়ান এমবাপে (পিএসজি), ক্রিস্টোফার এনকুঙ্কু (লাইপজিগ), মার্কাস থুরাম (বরুশিয়া মনচেনগ্লাডবাখ)।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago