ঘানার বিশ্বকাপ দলে 'আয়েউ ব্রাদার্স'

মরুর বুকে ফুটবলের মহাযুদ্ধ শুরু হতে বাকি নেই এক সপ্তাহও। প্রায় সব দলই ঘোষণা করে ফেলেছে তাদের স্কোয়াড। এবার ঘানাও ঘোষণা করল তাদের ২৬ সদস্যের বিশ্বকাপ দল। কোচ অটো আডো সোমবার প্রকাশ করেন তার চূড়ান্ত করা খেলোয়াড়দের তালিকা।
২০১৪ বিশ্বকাপ খেলা আন্দ্রে আয়েউ ডাক পেয়েছেন এবারের দলেও। ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার সেবার একটু জন্য অর্জন করতে পারেননি সেমিফাইনাল খেলার গৌরব। বর্তমানে আয়োজক কাতারের ক্লাব আল সাদের হয়ে খেলেন তিনি। ফলে ভালোই জানা আছে মরুর বুকের কন্ডিশন।
আন্দ্রের ভাই জর্ডান আয়েউও আছেন দলে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ক্রিস্টাল প্যালেসে ফরোয়ার্ড হিসেবে খেলে থাকেন তিনি। এছাড়াও প্রথম সারির লিগগুলোতে খেলা আরও বেশ ক'জন ফুটবলার আছেন ঘানার এবারের দলে। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ এক দল গড়েছে আফ্রিকার কালো তারারা।
ঘানার বিশ্বকাপ দল
গোলরক্ষক: আব্দুল নুরুদিন (ইউপেন), ইব্রাহিম দানলাদ (আসান্তে কোতোকো), লরেন্স আতি জিগি (সেন্ট গ্যালেন)
ডিফেন্ডার: ডেনিস ওডোই (ক্লাব ব্রুজ), তারিক ল্যাম্পটে (ব্রাইটন), আলিদু সেদু (ক্লেরমন্ত), ড্যানিয়েল আমার্টে (লেস্টার সিটি), জোসেফ আইদু (সেলতা ভিগো), আলেক্সান্ডার ডিজিকু (স্ট্রাসবার্গ), মোহাম্মদ সালিসু (সাউদাম্পটন), আব্দুল রহমান বাবা (রিডিং), গিডিয়ন মেনসাহ (অ্যাজার)
মিডফিল্ডার: আন্দ্রে আয়েউ (আল-সাদ), থমাস পার্টি (আর্সেনাল), এলিশা ওউসু (জেন্ট), সালিস আব্দুল সামেদ (লেসঁ), মোহাম্মদ কুদুস (আয়াক্স), ড্যানিয়েল কফি কায়েরেহ (ফ্রেইবার্গ)
ফরোয়ার্ড: ড্যানিয়েল আফ্রিই বার্নিয়ে (হার্টস অফ ওক), কামাল সোওয়াহ (ক্লাব ব্রুজ), ইসাহাকু আব্দুল ফাতাউ (স্পোর্টিং), ওসমান বুকারি (রেড স্টার বেলগ্রেড), ইনাকি উইলিয়ামস (অ্যাথলেতিক বিলবাও), অ্যান্টোইন সেমেনিও (ব্রিস্টল সিটি), জর্ডান আয়েউ (ক্রিস্টাল প্যালেস), কামালদিন সুলেমানা (রেনেঁ)।
Comments