জেনে নিন বিশ্বকাপে ব্রাজিলের খেলোয়াড়দের জার্সি নম্বর

কাতার বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। রেকর্ড পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নামের সঙ্গে বরাবরের মতো এবারও ফেভারিট তকমা।
ছবি: রয়টার্স

কাতার বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। রেকর্ড পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নামের সঙ্গে বরাবরের মতো এবারও ফেভারিট তকমা। ফুটবলের মহাযুদ্ধকে সামনে রেখে সম্ভাব্য সেরা স্কোয়াডই বেছে নিয়েছে তারা। এরই মধ্যে সেরা তারকা নেইমারসহ সব ফুটবলারের জার্সি নম্বর ঘোষণা করেছে শিরোপাপ্রত্যাশী দলটি।

বিশ্বকাপের জন্য বেশ আগেভাগেই ২৬ সদস্যের স্কোয়াড দিয়েছেন সেলেসাওদের কোচ তিতে। খেলোয়াড়দের জার্সি নম্বরও নিশ্চিত করা হয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে।

ব্রাজিলের স্কোয়াডের চার জন ধরে রেখেছেন সবশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপের জার্সি নম্বরই। তাদের মধ্যে আছেন পিএসজির নামী ফরোয়ার্ড নেইমার। বরাবরের মতো তার গায়ে শোভা পাবে বিখ্যাত ১০ নম্বর জার্সি। এছাড়া, লিভারপুলের আলিসন, ম্যানচেস্টার ইউনাইটেডের কাসেমিরো ও ম্যানচেস্টার সিটির এদারসন খেলবেন আগের বিশ্বকাপের জার্সি নম্বরেই।

বিশ্বকাপে 'জি' গ্রুপে খেলবে সবচেয়ে বেশিবার শিরোপা উঁচিয়ে ধরা ব্রাজিল। আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত একটায় সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে নিজেদের যাত্রা শুরু করবে তারা। গ্রুপ পর্বে তিতের শিষ্যদের বাকি দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

বিশ্বকাপে ব্রাজিলের খেলোয়াড়দের জার্সি নম্বর:

নাম জার্সি নম্বর পজিশন ক্লাব
আলিসন গোলরক্ষক লিভারপুল
দানিলো ডিফেন্ডার জুভেন্তাস
থিয়াগো সিলভা ডিফেন্ডার চেলসি
মার্কুইনোস ডিফেন্ডার পিএসজি
কাসেমিরো মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেড
আলেক্স সান্দ্রো ডিফেন্ডার জুভেন্তাস
লুকাস পাকেতা মিডফিল্ডার ওয়েস্টহ্যাম ইউনাইটেড
ফ্রেদ মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেড
রিচার্লিসন ফরোয়ার্ড টটেনহ্যাম ইউনাইটেড
নেইমার ১০ ফরোয়ার্ড পিএসজি
রাফিনহা ১১ ফরোয়ার্ড বার্সেলোনা
ওয়েভারতন ১২ গোলরক্ষক পালমেইরাস
দানি আলভেস ১৩ ডিফেন্ডার ইউএনএএম
এদার মিলিতাও ১৪ ডিফেন্ডার রিয়াল মাদ্রিদ
ফাবিনহো ১৫ মিডফিল্ডার লিভারপুল
আলেক্স তেলেস ১৬ ডিফেন্ডার সেভিয়া
ব্রুনো গিমারেস ১৭ মিডফিল্ডার নিউক্যাসল ইউনাইটেড
গ্যাব্রিয়েল জেসুস ১৮ ফরোয়ার্ড আর্সেনাল
আন্তোনি ১৯ ফরোয়ার্ড ম্যানচেস্টার ইউনাইটেড
ভিনিসিয়ুস জুনিয়র ২০ ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদ
রদ্রিগো ২১ ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদ
এভারতন রিবেইরো ২২ মিডফিল্ডার ফ্ল্যামেঙ্গো
এদারসন ২৩ গোলরক্ষক ম্যানচেস্টার সিটি
ব্রেমার ২৪ ডিফেন্ডার জুভেন্তাস
পেদ্রো ২৫ ফরোয়ার্ড ফ্ল্যামেঙ্গো
গ্যাব্রিয়েল মার্তিনেলি ২৬ ফরোয়ার্ড আর্সেনাল

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

17h ago