আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে দুই পরিবর্তন

চোটের কারণে বাদ পড়েছেন নিকোলাস গঞ্জালেজ (বামে) ও হোয়াকিন কোরেয়া। ছবি: টুইটার

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সবশেষ প্রীতি ম্যাচের পরই আভাস দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। খেলোয়াড়দের কয়েকজনের চোট সমস্যার কারণে কাতার বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আনতে পারে আর্জেন্টিনা। সেই ইঙ্গিত রূপ নিল বাস্তবে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিকোলাস গঞ্জালেজ ও হোয়াকিন কোরেয়া। তাদের জায়গায় সুযোগ পেয়ে কপাল খুলল আনহেল কোরেয়া ও থিয়াগো আলমাদার।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিকোলাস ও হোয়াকিনের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া এবং আনহেল ও আলমাদাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

স্কালোনির প্রথম পছন্দের একাদশের নিয়মিত মুখ জিওভানি লো সেলসো আগেই ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। এই তারকা মিডফিল্ডারের মতো চোটের কারণে ফুটবলের মহাযজ্ঞে থাকতে পারছেন না দুই ফরোয়ার্ড নিকোলাস ও হোয়াকিন। শিরোপার প্রত্যাশা নিয়ে কাতারে যাওয়া আর্জেন্টিনার এভাবে খেলোয়াড় হারানো নিঃসন্দেহে স্কালোনির কপালে চিন্তার ভাঁজ বাড়াবে। পাশাপাশি কিছুটা স্বস্তির নিঃশ্বাসও ফেলতে পারেন তিনি। কারণ, দুই ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও মার্কুস আকুনিয়া এবং ফরোয়ার্ড পাওলো দিবালা পুরোপুরি ফিট হওয়ার পথে।

আনহেল কোরেয়া। ছবি: টুইটার

অনুশীলন চলাকালে পেশিতে চোট পান ইতালিয়ান সিরি আর ক্লাব ফিওরেন্তিনার নিকোলাস। ফলে তাকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলতে বাধ্য হয়েছেন আর্জেন্টাইন কোচ। তার জায়গায় ডাক পেয়েছেন ২৭ বছর বয়সী আনহেল। স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে জালের দেখা পেয়েছেন তিনবার। চলতি মৌসুমের লা লিগায় ২১ ম্যাচ খেলে ৪ গোল করেছেন তিনি।

গত বুধবার রাতে আবুধাবিতে স্বাগতিক আরব আমিরাতকে ৫-০ গোলে উড়িয়ে দেয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি নেমে নিশানা ভেদ করেন ইন্টার মিলানের হোয়াকিন। কিন্তু খেলা চলাকালে হাঁটুতে চোট লাগে তার। ফলে হোয়াকিনের বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে। তার বদলে স্কোয়াডে ঢুকেছেন ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার আলমাদা। আর্জেন্টিনার জার্সিতে একমাত্র ম্যাচটি তিনি খেলেছেন গত সেপ্টেম্বরে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডের হয়ে দারুণ ছন্দে আছেন আলমাদা। এবারের মৌসুমে ৩১ ম্যাচ খেলে ৭ গোল করার পাশাপাশি ৭ অ্যাসিস্ট করেছেন তিনি।

থিয়াগো আলমাদা। ছবি: টুইটার

আগামী মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে লিওনেল মেসিবাহিনী। লুসাইল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়। 'সি' গ্রুপে আলবিসেলেস্তেদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

উল্লেখ্য, বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে গত ১৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ফিফা। তবে ফুটবলারদের গুরুতর চোট বা অসুস্থতার ক্ষেত্রে নিজেদের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত পরিবর্তন আনতে পারবে অংশগ্রহণকারী দলগুলো।

Comments

The Daily Star  | English

Admin was hostage to politicos

Politicians aided by loyal bureaucrats were behind irregularities in development projects taken and implemented when the Awami League was in power, secretaries and other officials told a whitepaper panel.

55m ago