যুদ্ধবিমানের নিরাপত্তায় কাতারে উড়ে গেলেন লেভানদোভস্কিরা

ফিফা বিশ্বকাপে অংশ নিতে কাতারে উড়ে গিয়েছে পোল্যান্ডের ফুটবল দল। তবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে খেলোয়াড়দের বহন করা বিমানকে এসকর্ট করে নিয়ে গিয়েছে দুইটি এফ-১৬ ফাইটার জেট। বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে এক ভিডিও পোস্ট করে বিষয়টি জানিয়েছে পোলিশ স্পোর্টস নেটওয়ার্ক ফুটবল।

মূলত রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে এমনটা করতে হয়েছে পোল্যান্ডকে। এ যুদ্ধের আঁচ পড়েছে পোল্যান্ড সীমান্তেও। কয়েকদিন আগেই পোল্যান্ডে ইউক্রেন সীমান্ত থেকে উড়ে যাওয়া মিসাইলে মৃত্যু হয়েছে পোলিশ দুই নাগরিকের। এই পরিস্থিতিতে ঝুঁকি নিতে রাজি হয়নি পোল্যান্ড কর্তৃপক্ষ। তাই যুদ্ধবিমানের নিরাপত্তায় কাতার উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ফুটবলারদের।

আগের দিন সামাজিকমাধ্যমে পোলিশ খেলোয়াড়দের কাতারে উড়ে যাওয়ার একটি ভিডিও পোস্ট করে পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। সেখানে দেখা যায় দুইটি এফ-১৬ ফাইটার জেট বিমানের দুই পাশে উড়ছে। বিমানের পাশে উড়ন্ত এফ-১৬ জেটের একটির ছবি পোলিশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়ও শেয়ার করেছে সামাজিকমাধ্যমে।

স্থানীয় গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, যুদ্ধবিমান দুইটি ততক্ষণ পর্যন্ত জাতীয় দলের বিমানকে অনুসরণ করে যতক্ষণ না এটি পোলিশ আকাশসীমা ত্যাগ করে। পরে অবশ্য নিরাপদে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে দলটি।

আগামী মঙ্গলবার (২২ নভেম্বর) শুরু হচ্ছে পোল্যান্ডের বিশ্বকাপ মিশন। 'সি' গ্রুপের সেই ম্যাচে পোল্যান্ড খেলবে মেক্সিকোর বিপক্ষে। এরপর সৌদি আরবের বিপক্ষে লড়বে ২৬ নভেম্বর। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৩০ নভেম্বর তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago