তিন পয়েন্ট হয়ত ধরেই রেখেছে ইকুয়েডর: কাতার কোচ

কাতার কোচ ফেলিক্স সানচেজ

অনেক বিতর্ক নিয়েই শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ, ফিফা বিশ্বকাপ। আসরের প্রথম ম্যাচে স্বাগতিক কাতার মুখোমুখি হবে ল্যাতিন আমেরিকার দল ইকুয়েডরের। ম্যাচের প্রাক্কালে শক্তির বিচারে এগিয়ে থাকা প্রতিপক্ষকে নিয়ে বেশ সমীহা ঝরল স্বাগতিক কোচের কণ্ঠে, জানালেন প্রথম ম্যাচে এগিয়ে থাকবে ইকুয়েডরই।

২০২২ বিশ্বকাপে প্রথম কোচ হিসেবে শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন কাতার কোচ ফেলিক্স সানচেজ ও অধিনায়ক হাসান আল-হাইদোস। নিজেদের নিয়ে ইতিবাচক থাকলেও প্রতিপক্ষের সামর্থ্যও মাথায় আছে 'দ্য মারুন' কোচের। তিন পয়েন্ট পাবে এমনটা হয়ত আগে থেকেই ধরে রেখেছে ইকুয়েডর, ধারণা সানচেজের।

স্প্যানিশ কোচ বলেন, 'এটা (গ্রুপ পর্ব) তিনটা খেলা এবং আমরা আমাদের প্রতিপক্ষের লেভেল (সামর্থ্য) সম্পর্কে জানি। তাদের ইতিহাস, ব্যক্তি প্রতিভা, ক্যারিয়ার ও যেখানে তারা খেলে সেসবের কারণে তারা আমাদের চেয়ে এগিয়ে। কাগজে কলমে তাদের তিন পয়েন্ট পাওয়া উচিত। হয়ত তারা ইতোমধ্যে তিন পয়েন্ট ধরে রেখেছে।'

তবে তার শিষ্যরা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার চেষ্টা করবে বলে জানান সানচেজ, 'আমরা নিজেদের শান্ত রেখেছি। ভালো ফর্মে আছি। সব খেলোয়াড়ই কালকের জন্য সর্বোচ্চ অনুপ্রেরণা নিয়ে এখানে এসেছে। আমরা একটি ভালো পারফরম্যান্স করার ও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার চেষ্টা করব।'

এদিকে কাতার অধিনায়ক আল-হাইদোস বেশ রোমাঞ্চিত বিশ্বকাপে খেলতে পেরে, 'আমরা খুবই অনুপ্রাণিত, রোমাঞ্চিত ও আনন্দিত যে আগামীকাল (রোববার) বিশ্বকাপে খেলতে পারব। কিভাবে সেরা অবস্থায় আমরা (সেখানে) পৌঁছতে পারি সেখানেই মনোযোগ দিচ্ছি। অন্য কিছু আমাদের মাথায় নেই।'

এ গ্রুপে কাতারের অপর দুই প্রতিপক্ষ সেনেগাল ও নেদারল্যান্ডস। শক্তির বিচারে তারা আরও কঠিন প্রতিপক্ষ। ফলে আন্ডারডগ কাতারের উপর প্রত্যাশার চাপ নেই,  থাকছে বাড়তি কিছু পাওয়ার সুযোগ।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago