'ফর্মহীন' রোনালদো দুশ্চিন্তায় ফেলছে না পর্তুগালকে
মাঠের চেয়ে মাঠের বাইরের বিভিন্ন ঘটনায় এখন অধিক আলোচিত ক্রিস্তিয়ানো রোনালদো। বিশ্বকাপের প্রাক্কালে দিয়েছেন বিস্ফোরক এক সাক্ষাৎকার, যা নাড়িয়ে দিয়েছে তার ভক্ত থেকে শুরু করে সাবেকদেরও। তার ওপর নিজের সেরা ফর্মেও নেই সিআর সেভেন। তবে দলের সবচেয়ে বড় তারকার ফর্মহীনতা পর্তুগিজদের একেবারেই দুশ্চিন্তায় ফেলছে না বলে জানিয়েছেন দলটির মিডফিল্ডার রুবেন নেভেস।
মাঠের পারফরম্যান্সের বিবেচনায় চলতি মৌসুমটা একেবারেই ভালো কাটছে না পর্তুগিজ অধিনায়কের। ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইউরোপা লিগ মিলিয়ে ১৬ ম্যাচ খেলে মাত্র তিনবার পেয়েছেন জালের দেখা। তবে অনুশীলনে রোনালদো তার চিরচেনা রূপেই আছেন বলে জানালেন নেভেস।
রোববার কাতারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ২৫ বছর বয়সী উল্ভস মিডফিল্ডার বলেন, 'অনুশীলনে যতোটুকু দেখেছি, সে দারুণ অবস্থায় আছে। সে একদমই আমাদের দুশ্চিন্তায় ফেলছে না, একটা দল হিসেবে আমরা খুব ভালোভাবেই জানি কি নিয়ে আমাদের কাজ করা প্রয়োজন যাতে ম্যাচের দিন সকলেই জ্বলে উঠতে পারে। যদি আমরা দল হিসেবে ভালো হই, ক্রিস্তিয়ানো দুর্দান্ত হবে (খেলবে)।'
রোনালদোকে ঘিরে চলা সাম্প্রতিক বিতর্ক নিয়েও প্রশ্নের উত্তর দিতে হয়েছে নেভেসকে, 'বিতর্ক নিয়ে প্রশ্ন ছাড়া আমাদের ঘুরে বেড়ানোটা অসম্ভব, কিন্তু আমি মনে করি না ড্রেসিংরুমে আমাদের মাঝে কোন বিতর্ক আছে। চমৎকার পরিবেশ বিরাজ করছে সেখানে (ড্রেসিংরুমে)।'
বৃহস্পতিবার পেটের সমস্যার কারণে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামতে পারেননি সিআর সেভেন। রোববার অনুশীলনে ছিলেন খোশ মেজাজে, সতীর্থদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে থাকতে দেখা গেছে তাকে। আগামী ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগিজরা।
Comments