মেক্সিকো বনাম পোল্যান্ড: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
বিশ্বকাপের সবচেয়ে বেশি হারের রেকর্ড মেক্সিকোর। সাফল্য কম পেলেও এ আসরে প্রায় নিয়মিতই দলটি। শেষ ছয়টি বিশ্বকাপের পাঁচটিতেই প্রথম ম্যাচে জয় পেয়েছে তারা। তাই তাদের উপর আলাদা নজর রাখতেই হবে। অন্যদিকে বিশ্বকাপে ঠিক উল্টো পোল্যান্ডের পারফরম্যান্স। সেই ১৯৮৬ সাল থেকে গ্রুপ পর্বেই শেষ তাদের যাত্রা। কিন্তু তারপরও রবার্ট লেভানদোভস্কির দল যে কোনো কিছুই করতে পারে। তাই লড়াইটা হবে হাড্ডাহাড্ডি।
ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-
কখন?
মঙ্গলবার, ২২ নভেম্বর, বাংলাদেশ সময় রাত ১০টায়
কোথায়?
স্টেডিয়াম ৯৭৪, দোহা
নজরে থাকবেন যারা
গত বিশ্বকাপটা বিবর্ণ কাটিয়েছেন অধিনায়ক রবার্ট লেভানদোভস্কি। তারপরও এই তারকার দিকেই তাকিয়ে থাকবে পোলিশরা। ১৩৪ ম্যাচে ৭৬ গোল করে তাদের সর্বোচ্চ গোলদাতা তিনিই। রক্ষণভাগকে ভরসা যোগাবেন প্রিমিয়ার লিগ ক্লাব অ্যাস্টন ভিলার ডিফেন্ডার জুটি বার্তোস বেরেশিন্সকি ও ম্যাটি ক্যাশ।
অন্যদিকে ম্যাচ জিততে উলভারহ্যাম্পটন ফরোয়ার্ড রাউল হিমেনেজের ওপর অনেকাংশে নির্ভর করবে মেক্সিকো। জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচে ২৯ গোল তার। লম্বা ইনজুরির থেকে ফিরে কতোটুকু ছন্দে ফিরতে পারবেন সেটাই দুশ্চিন্তার বিষয়।
সম্ভাব্য লাইন আপ
মেক্সিকো: (৪-৩-৩): ওচোয়া (গোলরক্ষক), সানচেজ, আরাহো, মন্টেস, গ্যালার্দো, গুয়ার্দাদো, ই. আলভারেজ, গুতেরেজ, ভেগা, হিমেনেজ, লোজানো।
পোল্যান্ড: (৩-৪৩): সেজনি (গোলরক্ষক), বেডনারেক, কিভিওর, গিলিক, জুরকোস্কি, ক্রাইচোয়াক, বিয়েলিক, জালেউস্কি, জিলিনস্কি, লেভানদোভস্কি, সিমানস্কি।
প্রেডিকশন
পোলিশদের বিশ্বকাপ রেকর্ড সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো নয়। দলের সেরা তারকা লেভানদোভস্কির বিশ্বকাপ পারফরম্যান্সও একই। তার উপর মেক্সিকোর বিপক্ষে শেষ ম্যাচে নেই জয়। কিন্তু সব শেষ দুটি আন্তর্জাতিক ম্যাচের পারফরম্যান্স আশা দেখাচ্ছে তাদের। অন্যদিকে বিশ্বকাপে বরাবরই শুরুটা দারুণ করে মেক্সিকো। যদিও সাম্প্রতিক সময়ে আগের সেই ধার নেই তাদের। তাই লড়াইটা সমানে সমান হওয়ারই কথা।
সম্ভাব্য স্কোর
মেক্সিকো ১-১ পোল্যান্ড
অন্যান্য পরিসংখ্যান
১) ১৯৭৮ সালে আর্জেন্টিনা বিশ্বকাপে দুই দলের একমাত্র লড়াইয়ে গ্রুপ পর্বে মেক্সিকোকে ৩-১ গোলে হারিয়েছিল পোল্যান্ড।
২) সেই হারের পর থেকে পোল্যান্ডের বিপক্ষে ছয়টি ম্যাচে অপরাজিত মেক্সিকো, তিনটি জয় ও বাকি তিনটি ড্র।
৩) শেষ ছয় আসরের পাঁচটিতেই নিজেদের প্রথম ম্যাচে জিতেছে মেক্সিকো। এরমধ্যে ২০১০ সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে তারা হারায় ১-০ গোলে। ১৯৯৪ সাল থেকে নিজেদের প্রথম ম্যাচে হারেনি দলটি।
৪) শেষ আটবারের প্রতি আসরেই দ্বিতীয় রাউন্ডে গিয়েছে মেক্সিকো। কিন্তু এর মধ্যে একবারও কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি তারা।
৫) মিডফিল্ডার আন্দ্রেস গুয়ার্দাদো টানা পঞ্চম বিশ্বকাপে খেলতে চলেছেন। এর আগে দুই মেক্সিকান আন্তোনিও কারবাহাল এবং রাফায়েল মার্কুয়েজ এবং জার্মানীর লোথার ম্যাথাউসের পাঁচটি করে বিশ্বকাপ খেলেছেন।
৬) এ নিয়ে নবম বিশকাপে অংশ নিতে যাচ্ছে পোল্যান্ড। ১৯৮৬ সালের পর আর গ্রুপ পর্ব পার হতে পারেনি এবং টুর্নামেন্টে তাদের শেষ ১১টি ম্যাচের আটটিতে হেরেছে।
৭) পোলিশরা বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে মাত্র একবার জিতেছে। ১৯৭৪ সালে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। এরপর অংশ নেওয়া ছয়টি বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে মাত্র একটি গোল করেছে। ২০১৮ সালে সেনেগালের কাছে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে একমাত্র গোলটি আসে।
৮) বিশ্বকাপে পোল্যান্ডের শেষ পাঁচটি গোল এসেছে সেট-পিস থেকে। তিনটি কর্নার এবং দুটি পরোক্ষ ফ্রি-কিক থেকে। ওপেন প্লে থেকে ২০ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়েল ক্রিসজালোভিজ শেষ গোলটি করেছিলেন।
৯) পোল্যান্ডের হয়ে বাছাইপর্বে সর্বোচ্চ নয়টি গোল করেন রবার্ট লেভানদোভস্কি। তার আগের তিনটি বিশ্বকাপ ম্যাচে (সব ২০১৮ সালে) গোল করতে ব্যর্থ হন তিনি। লক্ষ্যে মাত্র তিনটি শট এবং প্রতিপক্ষের বক্সে মাত্র নয়বার বল স্পর্শ করতে পারেন তিনি।
১০) একটি জয় পেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম জয় পাবেন সেন্টার-ব্যাক কামিল গ্লিক। সেক্ষেত্রে পোল্যান্ডের হয়ে জয়ের সেঞ্চুরিতে পৌঁছানো মাত্র পঞ্চম খেলোয়াড় হবেন তিনি।
Comments