সৌদির বিপক্ষে মেসিসহ আর্জেন্টিনার শুরুর একাদশ দেখে নিন

সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা।
ছবি: রয়টার্স

সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। মাঠের লড়াইয়ে নামার আগে শুরুর একাদশ চূড়ান্ত করে ফেলেছে দুই দল। অনুমিতভাবেই আর্জেন্টিনার একাদশে নাম রয়েছে অধিনায়ক ও রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড লিওনেল মেসির।

মঙ্গলবার বিশ্বকাপের 'সি' গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে আসরের শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা ও এশিয়ার সৌদি আরব। লুসাইল স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল চারটায়।

বরাবরের মতো ৪-৩-৩ ফরমেশনে একাদশ সাজিয়েছেন আলবিসেলেস্তেদের কোচ স্কালোনি। গোলরক্ষকের ভূমিকায় আছেন এমিলিয়ানো মার্তিনেজ। সেন্টার ব্যাকে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির সঙ্গী ক্রিস্টিয়ান রোমেরো। লেফট-ব্যাকে মার্কোস আকুনিয়ার পরিবর্তে নিকোলাস তাগলিয়াফিকো জায়গা পেয়েছেন। রাইট-ব্যাকে রয়েছেন নাহুয়েল মলিনা।

আর্জেন্টিনার মাঝমাঠে আস্থার প্রতীক রদ্রিগো দে পলের পাশাপাশি থাকছেন আলেহান্দ্রো পাপু গোমেজ ও লেয়ান্দ্রো পারেদেস। বিধ্বংসী আক্রমণভাগে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসির সঙ্গী অভিজ্ঞ আনহেল দি মারিয়া ও লাউতারো মার্তিনেজ।

এখন পর্যন্ত সৌদি আরবের বিপক্ষে চার ম্যাচ খেলেছে দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারা দুটিতে জিতেছে, ড্র হয়েছে দুটি ম্যাচ। সৌদি আরব কখনও আর্জেন্টিনাকে হারাতে পারেনি। তাছাড়া, টানা ৩৬ ম্যাচ অপরাজিত রয়েছে মেসিবাহিনী। সৌদি আরবকে হারাতে পারলে লিওনেল স্কালোনির শিষ্যরা ভাগ বসাবে ইতালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে।

লাইনআপ:

আর্জেন্টিনা: (৪-২-৩-১)

এমিলিয়ানো মার্তিনেজ; নিকোলাস তাগলিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা; লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, আলেহান্দ্রো পাপু গোমেজ; আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি।

সৌদি আরব: (৪-৩-৩)

মোহাম্মেদ আল ওয়াইস; ইয়াসির আল শাহরানি, আলি আল বুলাইহি, হাসান আলতামবাক্তি, সৌদ আব্দুলহামিদ; সালমান আল ফারাজ, আব্দুলেলাহ আল মালকি, মোহাম্মেদ কান্নো; সালেম আল দাওসারি, সালেহ আল শেহরি, ফিরাস আল বুরাইকান।

Comments

The Daily Star  | English

12th national elections: 731 of 2,716 nominations rejected

Nomination papers rejected mainly for three reasons, says EC joint secretary

1h ago