সুযোগ হাতছাড়ার ম্যাচে মেক্সিকো-পোল্যান্ডের গোলশূন্য ড্র

বল দখল থেকে শুরু করে আক্রমণ, সকল ক্ষেত্রেই আধিপত্য করল মেক্সিকো।
ছবি: এএফপি

বল দখল থেকে শুরু করে আক্রমণ, সকল ক্ষেত্রেই আধিপত্য করল মেক্সিকো। তবে পোল্যান্ডের গোলরক্ষক ভোইচেখ শেজনির দৃঢ়তা ও নিজেদের ফিনিশিং ব্যর্থতা, দুইয়ে মিলে গোলের দেখা পেল না তারা। অন্যদিকে, পেনাল্টির সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন রবার্ত লেভানদোভস্কি। তার শট রুখে দিলেন গোলরক্ষক গিলের্মো ওচোয়া। ফলে সমতায় শেষ হলো পোল্যান্ড-মেক্সিকো লড়াই।

মঙ্গলবার দোহার ৯৭৪ স্টেডিয়ামে 'সি' গ্রুপের ম্যাচে গোলশূন্য ড্র করেছে দুই দল। বারবার আক্রমণ করেও গোলবঞ্চিত থাকতে হয় কোচ জেরার্দো মার্তিনোর অধীনে থাকা মেক্সিকোকে। দারুণ নৈপুণ্য উপহার দেন দুই গোলরক্ষকই। ফরোয়ার্ডরা ভালো ভালো সুযোগ তৈরি করলেও ব্যর্থ হন ফিনিশিংয়ে।

 

পঞ্চম মিনিটে সুযোগ ধরা দিয়েছিল মেক্সিকোর হাতে, কিন্তু ফিনিশিংটা ঠিকমতো করতে পারেননি অ্যালেক্সিস ভেগা। জবাবে পোল্যান্ডও পাল্টা আক্রমণ শানায়। পরের মিনিটে বল নিয়ে বিপদসীমায় ঢুকে কর্নার আদায় করে নেন রবার্ট লেভানদোভস্কি। 

শুরুতে ছেড়ে কথা বলছিল না কেউই, বেশ কয়েকবার রেফারিকে বাজাতে হয়েছে ফাউলের বাঁশি। অষ্টম মিনিটে নিকোলা জেলেনেস্কি কর্নার নেন, হেড করতে গিয়ে ক্রস মন্তেসের সঙ্গে সংঘর্ষে আহত হন পোলিশ ডিফেন্ডার কামিল গ্লিক। 

১২তম মিনিটে ক্রস থেকে লাফিয়ে উঠে হেড করেন হেক্তর মোরেনো। কিন্তু বিধি বাম, বল চলে জায় বেশ দূর দিয়ে। এরপর বেশ কিছুটা সময় আক্রমণ-পাল্টা আক্রমণে গড়াতে থাকে খেলা। তবে গোলের দেখা পায়নি কেউ। 

ম্যাচের ২৬ মিনিটে একটুর জন্য গোলবঞ্চিত হয় মেক্সিকো, একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয় ভেগার হেড। দুই মিনিট বাদে আবারও দারুণ এক আক্রমণ গড়ে তারা। লুইস শ্যাভেজ চিপ করেন, সুযোগ বুঝে বক্সে ঢুকে পড়েন লেফট ব্যাক জেসুস গালার্দো, কিন্তু পোলিশ গোলরক্ষক ভোইচেখ শেজনি এগিয়ে এসে দূরে ঠেলে দেন বল।

পরের মিনিটেই ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন হোর্হে সানচেজ। বাঁ প্রান্ত থেকে বারবারই পোল্যান্ডের জন্য ঝুঁকি তৈরি করছিলেন মেক্সিকো লেফট উইঙ্গার ভেগা। পিছন থেকে দারুণ সমর্থন যোগান গালার্দো। একের পর এক আক্রমণে পোলিশ রক্ষণকে ব্যতিব্যস্ত রাখে মেক্সিকো। 

এদিকে প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি লেভানদোভস্কির দল। মেক্সিকানদের ছয় শটের বিপরীতে তাদের শট ছিল মাত্র একটি। বল দখলের লড়াইয়েও বেশ এগিয়ে ছিলেন এডসন আলভারেজ, হেক্তর হেরেরারা। ৪৫ মিনিটে সানচেজের শট কোনমতে ফেরান সেজনি। ফলে গোলশূণ্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে এল ত্রিরা। ৪৬ মিনিটে ম্যাচের প্রথম বদলী মাঠে নামান জেস্ল মিচনিভিচ। জেলেনেস্কিকে উঠিয়ে নামান ক্রিস্টিয়ান বিয়েলিককে। ৫৭ মিনিটে ম্যাচের সবচেয়ে মোক্ষম সুযোগ নষ্ট করে পোল্যান্ড। 

লেভানদোভস্কিকে গোল করা থেকে আটকাতে নিজেদের ডি বক্সের ভেতর ফাউল করে বসেন মোরেনো। এতে হলুদ কার্ড দেখেন তিনি। তবে পেনাল্টিতে ব্যর্থ হন পোল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা। হতাশায় পোড়ে বিয়াও চেরওয়ানিরা। গুইলারমো ওচোয়ার বীরত্বে রক্ষা পায় মেক্সিকো।   

৬৪ মিনিটে পাল্টা সুযোগ তৈরি করে তারা কিন্তু আবারও ত্রাতা হয়ে পোলিশদের বাঁচান সেজনি, হেনরি মার্তিনের শট ফিরিয়ে দেন দারুণভাবে। এরপর ৭৬ মিনিটে মেক্সিকো ফরোয়ার্ড হিরভিং লোজানোকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বদলী ফুটবলার প্রিজেমিস্ল ফ্রাঙ্কোভস্কি।

তবে আক্রমণ থামায়নি এল ত্রিরা, ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে ভলি নেন ভেগা। কিন্তু তা লক্ষ্যে না থাকলে আবারও হতাশায় পোড়ে মেক্সিকান ভক্তরা। দুই মিনিট বাদে ফের আক্রমণে উঠে জেরার্দো মার্তিনোর শিষ্যরা, কিন্তু গ্লিক-ইয়াকব কিভিওরদের কাছে পরাস্ত হন ভেগা। 

শেষদিকে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় মেক্সিকো। পোল্যান্ডও শানায় কয়েকটি আক্রমণ। ৮২ মিনিটে কর্নার থেকে ম্যাচের শেষ সুযোগ পেয়েছিল মিচনিভিচের শিষ্যরা কিন্তু বার্তোস বেরেশিন্সকির হেড থেকে বল পেয়ে কিভিওরের নেওয়া ভলি রুখে দেন সানচেজ।

অবশিষ্ট সময়ে একজন করে বদলি মাঠে নামায় দুই দলই। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কেউ। যোগ করা অতিরিক্ত সময়েও একই থাকে খেলার চিত্র। ফলে শেষ পর্যন্ত ড্র মেনে নিতে হয় মেক্সিকো-পোল্যান্ডকে।

Comments

The Daily Star  | English

Gaza still bleeding

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago