আরও একটি দুসংবাদ পেল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স

ছবি: রয়টার্স

কাতার বিশ্বকাপ শুরুর আগেই এক ঝাঁক তারকা ফুটবলারকে চোটের কারণে হারায় ফ্রান্স। দুর্ভাগ্যের সেই ধারা বজায় থাকল মাঠে নামার পরও। অস্ট্রেলিয়ার বিপক্ষে হাঁটুতে চোট পাওয়া লুকাস হার্নান্দেজ ছিটকে গেলেন আসর থেকে।

মঙ্গলবার রাতে 'ডি' গ্রুপের ম্যাচে সকারুদের মুখোমুখি হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আল জানোব স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে তারা তুলে নেয় ৪-১ গোলের বড় জয়। তবে কোচ দিদিয়ের দেশামকে পুরোপুরি স্বস্তি পেতে দেননি ২৬ বছর বয়সী লেফট-ব্যাক লুকাস।

হাঁটুতে চোট পেয়ে ম্যাচের মাত্র ১৩তম মিনিটেই মাঠ থেকে বেরিয়ে যেতে হয় লুকাসকে। জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখের তারকা মাঠ ছাড়েন খুঁড়িয়ে খুঁড়িয়ে। পরে ফরাসি দলের বিশ্বস্ত একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, বিশ্বকাপের বাকি অংশে আর খেলা হচ্ছে না তার।

দেশাম অবশ্য আশ্বস্ত হতে পারেন লুকাসের বদলি হিসেবে নাম থিও হার্নান্দেজের পারফরম্যান্সে। এসি মিলানের লেফট-ব্যাক অস্ট্রেলিয়ার বিপক্ষে নজর কাড়েন দারুণ নৈপুণ্য উপহার দিয়ে। তার ক্রসে আদ্রিয়েন র‍্যাবিওর গোলে সমতায় ফেরে ফ্রান্স। সব মিলিয়ে ম্যাচে তিনি চারটি সুযোগ তৈরি করেন।

গত রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এনগোলো কান্তে ও পল পগবা যে চোটের কারণে কাতার বিশ্বকাপে খেলতে পারবেন না, সেটা অনেক আগেই জানা গিয়েছিল। পরে সেই তালিকায় যুক্ত হয় প্রেসনেল কিম্পেম্বে ও করিম বেনজেমার নাম।

চোটে লুকাসের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড নেমে এসেছে ২৪ জনে। তার জায়গায় কে সুযোগ পাচ্ছেন না এখনও জানানো হয়নি। এর আগে বেনজেমার বদলে কাউকে অন্তর্ভুক্ত না করে বিস্ময়ের জন্ম দেন দেশাম।

আগামী শনিবার 'ডি' গ্রুপের হাইভোল্টেজ লড়াইয়ে ডেনমার্কের মুখোমুখি হবে ফ্রান্স। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। নিজেদের প্রথম ম্যাচে অবশ্য তুলনামূলক দুর্বল তিউনিসিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে ডেনিশরা।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

7h ago